ফের বোমা পড়ল কলকাতায়, বিজেপি প্রার্থীর গাড়ি লক্ষ্য করে চললো বোমাবাজি

Spread the love

মহাজাতি সদন তথা সেন্ট্রাল অ্যাভিনিউয়ের পর এবার রবীন্দ্র সরণি। অষ্টম দফার ভোটের সকালে ফের বোমা পড়ল কলকাতায়। এবার বিজেপি প্রার্থী মীনাদেবী পুরোহিতের গাড়ি লক্ষ্য করে বোমা ছোঁড়া হয়েছে বলে অভিযোগ। এ ভাবে খাস কলকাতায় ভোটের দিন সাত সকালে পরপর দুটি বোমা পড়ার ঘটনা নজিরবিহীন। পুলিশ, কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তার মধ্যে খোদ রাজধানীতে এমন বোমাবাজির ঘটনা কাঙ্খিত নয় বলে মনে করছে রাজনৈতিক মহল। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে পাঁচ জনকে।

এ দিন সকাল থেকেই বুথ পরিদর্শনে বেরিয়ে ছিলেন জোড়াসাঁকোর বিজেপি প্রার্থী মীনাদেবী পুরোহিত। অভিযোগ, রবীন্দ্র সরণিতে ট্রামলাইনের কাছ দিয়ে যখন তাঁর গাড়ি যাচ্ছিল, তখন সেই গাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয়। যদিও তাঁর গাড়ি বেরিয়ে যাওয়ায় কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গিয়েছে। ট্রামলাইনের ওপর বোমার সুতলি পড়ে থাকতে দেখা যায়। বিজেপি প্রার্থীর দাবি, তাঁকে ভয় দেখানোর জন্যই এ ভাবে বোমা ফেলা হয়েছে।

মীনাদেবী পুরোহিত বলেন, ‘তৃণমূলের লোকেরা বোমা ফেলে্ছে, আমাকে ভয় দেখানোর জন্য। কিন্তু আমি ভয় পাচ্ছি না। তৃণমূল হেরে যাবে বলে এই কাজ করছে।’ তবে পিছন থেকে বোমা ফেলায় দুষ্কৃতীদের দেখতে পাননি বলে জানিয়েছেন তিনি। এ সব ঘটনার পর্ বুথে বুথে ঘুরবেন বলে জানিয়েছেন মীনাদেবী।

এই ঘটনার পরই রবীন্দ্র সরণিতে শুরু হয় ব্যাপক পুলিশি ধড়পাকড়। বাড়িতে বাড়িতে গিয়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ। একটি বাড়ি থেকে বোমার মশলা পাওয়া গিয়েছে বলেও জানিয়েছে পুলিশ। পুলিশের অনুমান, দুষ্কৃতীরা এলাকা থেকে বেরতে পারেননি। এলাকাতেই রয়েছেন। তাই এলাকা জুড়ে কার্যত নাকা চেকিং চালাচ্ছে পুলিশ।
এ দিন সকালেই বোমাবাজি হয় মহাজাতি সদনের সামনে। হলুদ ট্যাক্সি থেকে দুই যুবক বোমা ছুড়ে পালিয়ে যায় বলে অভিযোগ। সেই ঘটনায় ভোটারদের ভয় দেখানোর অভিযোগ আনে তৃণমূল। শেষ দফায় সকালেই তাই উত্তেজনার কেন্দ্রে কলকাতা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*