৪২ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা নবম দিনে জমে উঠলো। স্কুলের ছাত্র-ছাত্রী থেকে শুরু করে প্রবীণ নাগরিক সব বয়সের মানুষই ভিড়ে সামিল হলেন। প্রথম দিনের মতো এদিনও জাগো বাংলার স্টলে অগনিত মানুষের ঢল। স্টলে প্রবেশ করলেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা অসংখ্য বই চোখে পড়বে। যার মধ্যে বাচ্চাদের ছড়ার বই আছে, তেমনই আছে রাজনীতির বিভিন্ন বইও। আর স্টলের সামনে বাউল গান থেকে শুরু করে আবৃত্তি, বাংলা গান সবকিছুরই স্বাদ পাওয়া যাচ্ছে।
Be the first to comment