ফের শহরে দুটি বাসের রেষারেষির মাঝে পড়ে আহত হলেন এক পথচারী

Spread the love
ফের শহরে দুটি বাসের রেষারেষির মাঝে পড়ে আহত হলেন এক পথচারী। সূত্রের খবর, বুধবার সকালে ৩০ সি রুটের উল্টোডাঙ্গামুখী দুটি বাস নিজেদের মধ্যে রেষারেষি করছিল। এই রেষারেষি করতে করতে বাগুইআটির কাছে জ্যাংড়া বটতলা এলাকায় পথ চলতি এক বৃদ্ধাকে ধাক্কা মারে একটি বাস। বৃদ্ধার পায়ের উপর দিয়ে চলে যায় বাসের চাকা। এই ঘটনায় মারাত্মকভাবে জখম হন ওই বৃদ্ধা। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
জানা গিয়েছে, এর পরেই ক্ষিপ্ত হয়ে ওঠেন স্থানীয় বাসিন্দারা। প্রায়দিনই বাসের রেষারেষির ফলে ওই এলাকায় এই ধরণের দুর্ঘটনা ঘটে বলে অভিযোগ তাঁদের। নেই কোনও পুলিশি নজরদারি। তাঁদের বক্তব্য, বারবার বলেও নাকি কোনও লাভ হয়নি। তাই ক্ষিপ্ত জনতা ওই বাসদুটিতে ভাঙচুর চালায়। বাসের কাঁচ ভেঙে দেওয়া হয়। যাত্রীদের নেমে যেতে হয় সেখানে। ফলে বিপাকে পড়েন তাঁরা। এই ঘটনায় ওই এলাকা কার্যত যানজটের চেহারা নেয়। নিরাপত্তার দাবিতে পথ অবরোধ শুরু করেন স্থানীয় বাসিন্দারা।
খবর পেয়েই ঘটনাস্থলে পৌছাঁন বাগুইআটি থানার পুলিশ। তাঁরা গিয়ে বাস দুটিকে সেখান থেকে সরিয়ে নিয়ে আসেন। দুটি বাসেরই চালক পলাতক। চালকদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*