আজ থেকেই শহরে নাকা চেকিং, বড়দিনের জন্য মোতায়েন ৫ হাজার পুলিশকর্মী

Spread the love

রাতভর মত্তদের বাইক নিয়ে দাপাদাপি চায় না কলকাতা পুলিশ । আর তাই আজ রাত থেকেই কলকাতার প্রায় ৮০ টি জায়গায় শুরু হচ্ছে নাকা চেকিং। চলবে কয়েকদিন। পাশাপাশি বড়দিনে অপ্রীতিকর ঘটনা এড়াতে নেওয়া হয়েছে কয়েকটি পরিকল্পনা ৷

লালবাজার সূত্রের খবর, ২৫ ডিসেম্বর বিকেল ৪ টে থেকে রাত ১২ টা পর্যন্ত প্রয়োজন অনুযায়ী বন্ধ থাকবে পার্ক স্ট্রিট। ওই সময় বন্ধ থাকবে যান চলাচল। ওই এলাকায় গাড়ি পশ্চিম দিক দিয়ে ঢুকে ক্যামাক স্ট্রিট দিয়ে ফিরবে বলে জানিয়েছে কলকাতা পুলিশ। মঙ্গলবার পার্ক স্ট্রিটে নিরাপত্তা জোরদার থাকবে। ২৫ ডিসেম্বর পার্ক স্ট্রিটে থাকবেন DC রিজার্ভ ফোর্স এবং DC ওয়ারলেস। তারা পুরো নিরাপত্তা ব্যবস্থার নজরদারি করবেন। তাদের সঙ্গে থাকবে চার জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার। মোট পাঁচ জন ডেপুটি কমিশনার পার্ক স্ট্রিটের দায়িত্বে থাকবেন। গোটা বাহিনী থাকবে ডেপুটি কমিশনার সাউথের অধীনে। গোটা পার্ক স্ট্রীটকে ৪ টি সেক্টরে ভাগ করা হবে। প্রতিটি সেক্টরের দায়িত্বে থাকবেন একজন করে অ্যাসিস্ট্যান্ট কমিশনার।

পার্ক হোটেলের কাছে এবং থানার কাছে থাকবে দু’টি কুইক রেসপন্স টিমের ভ্যান। মোট ১১ টি ওয়াচ টাওয়ার তৈরি করা হচ্ছে নিরাপত্তার জন্য। কুড়িটি অতিরিক্ত CCTV ব্যবহার করা হবে নিরাপত্তার জন্য। এছাড়াও সেন্ট পলস ক্যাথিড্রালে থাকবে বিশেষ পুলিশি ব্যবস্থা। বড়দিনের বিকেলে সেখানে মুখ্যমন্ত্রীর যাওয়ার সম্ভাবনা রয়েছে।

শহরের নিরাপত্তার জন্য থাকছে ১০০ পিকেট। থাকবে ৩টি অতিরিক্ত HRFS। রিভার ট্রাফিক পুলিশ সতর্ক থাকবেন গঙ্গার ঘাটগুলিতে। ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম কাজ করবে গঙ্গায়। শহরে তৎপর থাকবে ন’টি অ্যাম্বুলেন্স। রাত ১২টা থেকে ভোর ৩টে পর্যন্ত শহরের বিভিন্ন জায়গায় চলবে ব্লক রেইড, যাতে কেউ কোনওভাবেই বিশৃঙ্খলা তৈরি না করতে পারে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*