
রোজদিন ডেস্ক, কলকাতা:- পয়লা বৈশাখের রাতে পঞ্জাবের কাছে ১৬ রানে হারল কলকাতা নাইট রাইডার্স। এই ম্যাচ ঘিরে টানটান উত্তেজনা ছিল মুল্লানপুরে। পঞ্জাব কিংসের করা মাত্র ১১১ রান তুলতে গিয়ে মুখ থুবড়ে পড়ল নাইট শিবির। যুযবেন্দ্র চাহাল একাই কোমর ভেঙে দিলেন কলকাতার। তাঁর সঙ্গে দোসর হলেন মার্কো জানসেন। এদিন প্রথমে ব্যাট করে পঞ্জাব কিংস ১৫.৩ ওভারে করে মাত্র ১১১ রান। হর্ষিত রানা থেকে শুরু করে বরুণ-নারিন জুটি-কাউকেই সামলাতে পারেনি কেকেআর প্রাক্তনী শ্রেয়স আইয়ারের দল। ১১২ রানের সহজ লক্ষ্য পেরোতে ব্যর্থ কলকাতা নাইট রাইডার্স। মাত্র ১৫.১ ওভার ব্যাট করে ৯৫ রানেই শেষ হয়ে যায় কলকাতার ইনিংস। দুর্ধর্ষ বোলিং করলেন পঞ্জাবের চাহাল ও মার্কো জেনসেন। চাহাল এদিন ঝুলিতে পুড়েছেন ৪টি উইকেট। জেনসেনের শিকার কলকাতার ৩ ব্যাটার। পঞ্জাবের কাছে ১৬ রানে হেরে যায় কলকাতা নাইট রাইডার্স।
পঞ্জাব কিংসকে অল্প রানে বেঁধে ফেললেও শেষ পর্যন্ত জিতে ফিরতে পারল না কেকেআর। নববর্ষের রাতে কেকেআরের দুঃখের কারণ হয়ে দাঁড়ালেন যুজবেন্দ্র চাহাল ও মার্কো জানসেন। এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন পঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়স আয়ার। ব্যাট করতে নেমে হর্ষিত রানা থেকে শুরু করে বরুণ-নারায়ণ জুটিকে সামলাতে হিমসিম খায় পঞ্জাব। প্রথম দুই ওভারে আগ্রাসী ব্যাটিং করলেও পাওয়ারপ্লে শেষ হওয়ার আগেই চার উইকেট হারায় পঞ্জাব। ২২ রান করে আউট হয়ে যান ফর্মে থাকা প্রিয়াংশ আর্য। প্রভসিমরন সিং আউট হন ৩০ রানে। ফর্মে থাকা পঞ্জাব অধিনায়ক শ্রেয়স আয়ার মাত্র দুই বল খেলেই হর্ষিতের শিকার হন তিনি। এদিন হর্ষিত তিনটি উইকেট নিয়ে কোমর ভেঙে দেন পঞ্জাবের ব্যাটিং লাইন আপের। এদিন আঁটসাট বোলিং করে চাপ বাড়ান স্পিন জুটি বরুণ চক্রবর্তী এবং সুনীল নারায়ণ। দুজনের ঝুলিতেই গিয়েছে দুটো করে উইকেট। সবমিলিয়ে নাইট বোলারদের দাপটে ১৫.৩ ওভারে মাত্র ১১১ রান করেই শেষ হয়ে যায় পঞ্জাব কিংসের ইনিংস।
১১২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় কলকাতা। মাত্র ৫ রান করে মার্কোর বলে বোল্ড হন সুনীল নারায়ণ। তৃতীয় ওভারের শেষে মাত্র ২ রান করে প্যাভিলিয়নে ফেরেন আরেক ওপেনার কুইন্টন ডি’ককও। সাত রানে জোড়া উইকেট হারিয়ে চাপে পড়ে যায় কেকেআর। কলকাতার অধিনায়ক রাহানের সঙ্গে জুটিও বাঁধেন তরুণ অঙকৃশ রঘুবংশীও। ম্যাচের দশম ওভারে চাহালের বলে মাত্র ১৭ রান করে সাজঘরে ফেরেন রাহানে। অঙকৃশ ২৮ বলে করেন ৩৭ রান। এরপর মাত্র ২৩ রানের মধ্যে ৬ উইকেট পড়ল নাইটদের। শেষদিকে একটা মরিয়া লড়াইয়ের চেষ্টা করেছিলেন আন্দ্রে রাসেল। তাঁকে আউট করেন মার্কো জানসেন। কলকাতার তিন ব্যাটার এদিন খাতাই খুলতে পারেনি। শেষে ১৫.১ ওভার ব্যাট করে কলকাতার ইনিংস শেষ হয়ে যায় মাত্র ৯৫ রানে। পঞ্জাব ম্যাচ জিতে যায় ১৬ রানে।
এদিনের ম্যাচে কেকেআরকে ধ্বংস করলেন চাহাল একাই। সেট হয়ে যাওয়া রাহানে-রঘুবংশী তাঁরই শিকার। রিঙ্কু সিং এবং রমনদীপ সিংকেও প্যাভিলিয়নে ফেরালেন তিনি। কেকেআরের বিরুদ্ধে তিন উইকেট তুলে নিয়েছেন জানসেনও। একটি করে উইকেট পেয়েছেন জেভিয়ার বার্টলেট, অর্শদীপ সিং এবং গ্লেন ম্যাক্সওয়েল।
Be the first to comment