বাসের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু ৷ রানিকুঠি এলাকার ঘটনা ৷ ঘটনার জেরে কিছুক্ষণের জন্য এলাকায় বন্ধ হয়ে যায় যান চলাচল ৷ পরে নেতাজি নগর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷ পুলিশ সূত্রে খবর, শুক্রবার সকাল সাড়ে ন’টা নাগাদ রানিকুঠির G D বিড়লা স্কুলের সামনে ঘটে দুর্ঘটনাটি। মৃতার নাম চিনু কুন্ডু (৮৫) ৷ অশ্বিনীনগরের বাসিন্দা ৷ জানা গিয়েছে, রাস্তা পারাপারের সময় ৪১ নম্বর রুটের একটি বাস তাঁকে ধাক্কা মারে। ছিটকে পড়েন তিনি ৷ স্থানীয়রা দেখতে পেয়ে ছুটে যান ৷ নেতাজিনগর থানায় খবর দেওয়া হয় ৷ পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় ৷ ওই বৃদ্ধাকে নিয়ে যাওয়া হয় বিজয়গড় হাসপাতালে। সেখানে তাঁকে মৃত ঘোষণা করা হয়।
ঘটনার জেরে ক্ষোভপ্রকাশ করেন স্থানীয়রা। অভিযোগ, ওই রাস্তায় প্রায়ই বেপরোয়া ভাবে চলাচল করে বাস, গাড়ি। অথচ রাস্তা প্রশস্ত করার কোনও উদ্যোগ নেওয়া হয়নি। পরে অবশ্য পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
অন্যদিকে গতরাতে হাইল্যান্ড পার্কের বাইক দুর্ঘটনায় মৃত্যু হয় এক ব্যক্তির ৷ মৃতের নাম প্রবীর দাস (৩৫) ৷ পুলিশের বক্তব্য, বেপরোয়াভাবে বাইক চালাচ্ছিলেন ওই ব্যক্তি ৷ রাস্তায় গর্ত রয়েছে লক্ষ্য করেননি ৷ নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়েন ৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় ৷ উদ্ধার করে তাঁকে শহরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে তাঁকে মৃত ঘোষণা করা হয় ৷
Be the first to comment