কলকাতার সরকারি অনুমোদিত নব ভবঘুরে আবাসনের ষষ্ঠ ইউনিটে নারী শ্লীলতাহানির অভিযোগ। অভিযোগ করলেন ছয় মহিলা কর্মী। গত জুন মাসের ৬ তারিখে অফিস শেষের পর মাসিক বেতন না হওয়ায় নিজেদের মধ্যে আলোচনা করছিলেন ছয় মহিলা সহকর্মী, হঠাত এক পুরুষ সহকর্মী তাদের অকথ্য ভাষায় গালি দিতে থাকে এবং মহিলাদের গায়ে হাত দিয়ে আঘাত পর্যন্তও করা হয়। বিষয়টি এতটাই আকস্মিক ও অনভিপ্রেত যে সকলে অবাক হয়ে যান।
বিভাগীয় আধিকারিক অনির্বান চক্রবর্তী মহাশয়ের কাছে লিখিত অভিযোগ জানান হয়। এমনকি গরফা পুলিস থানায় লিখিত অভিযোগও দায়ের করা হয়। তবে আজ পর্যন্ত দোষীর শাস্তি বা কোনো প্রশাসনিক তৎপরতা দেখা যায়নি।
যদিও এ বিষয়ে অনির্বান বাবুর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, তিনি নিজে ওই ছয়জনের সাথে একসাথে কথা বলে বিষয়টি চক্রাচর আধিকারিক কে জানিয়েছেন এবং তাদের নির্দেশের অপেক্ষা করছেন।
প্রসঙ্গত উল্লেখ্য অভিযোগকারী ছয়জন চক্রাচার আধিকারিক কে লিখিত অভিযোগ করেছেন আগেই। এছাড়াও তারা মুখ্যমন্ত্রীর দপ্তর, মানবাধিকার কমিশন, বিধায়ক, মন্ত্রী সকলকেই জানিয়েছেন।
Be the first to comment