কলকাতায় জালনোট চক্রের হদিশ, বড়বাজারে হাতেনাতে পাকড়াও দুই পান্ডা

Spread the love
এবার শহর কলকাতায় হদিশ মিলল জালনোট চক্রের। বড়বাজারের ক্যানিং স্ট্রিট থেকে জালনোট-সহ গ্রেফতার করা হল দুজনকে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১০ হাজার টাকার জালনোট। সব নোটই নতুন দু-হাজারের। সোমবার রাতে তাদের গ্রেফতার করা হয়। এদিন দুজনকেই ব্যাঙ্কশাল কোর্টে পেশ করে পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, ধৃত দুই জালনোট চক্রের পান্ডার নাম আবদুস সাত্তার ও আজাদ শেখ। আবদুসের বাড়ি মালদহে। আর আজাদের বাড়ি রাজস্থানে। সোমবার রাত আটটা নাগাদ কলকাতার বড়বাজারে ক্যানিং স্ট্রিট মার্কেটে আবদুস ও আজাদ ইলেকট্রিক্যাল জিনিসপত্র কিনতে এসেছিল।
স্থানীয় ব্যবসায়ীদের সন্দেহ হয়। তখনই খবর দেওয়া হয় লালবাজারে। সঙ্গে সঙ্গে কলকাতা পুলিশের এসটিএফ অর্থাৎ স্পেশাল টাস্ক ফোর্স ঘটনাস্থলে পৌঁছয়। দুজনকেই গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১০ লক্ষ টাকার জালনোট। পুলিশ ধৃত দুজনকে হেফাজতে নিয়ে জালনোট চক্রের চাঁইদের পাকড়াও করতে চাইছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*