কলকাতা তো উৎসবেরই শহর। যে কোনও উপলক্ষ্যেই এ শহরে সেলিব্রেশন কিন্তু মাস্ট। আর আজ সুপ্রিম কোর্ট সমকামী সম্পর্ককে বৈধতা দিয়েছে। অতএব সেলিব্রেশন তো বনতা হ্যায়।
দীর্ঘদিনের লড়াইয়ের পর আজ জয়ী হয়েছেন সমকামীরা। সুপ্রিম কোর্ট জানিয়েছে, সমকামী সম্পর্ক কোনও অপরাধ নয়। সবাই বলছেন, এটা মানুষের জয়, মানবিকতার জয়। আর এই জয়ের উৎসবে সামিল হতেই বহু মানুষ জমা হয়েছেন অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের সামনে রাণু ছায়া মঞ্চে। তাঁদের মধ্যে কেউ গে, কেউ লেসবিয়ান, কেউবা একেবারেই সাধারণ মানুষ। আজ কারোর মধ্যে কোনও ভেদাভেদ নেই। সবার উদ্দেশ্য একটাই। একজোট হয়ে আনন্দ করা।
রাণু ছায়া মঞ্চ চত্বরে যেন রঙয়ের মেলা লেগেছে। কেউ সেলফি তুলছেন। কেউ ডাফলি বাজিয়ে গান করছেন। একে অপরকে জড়িয়ে ধরে ভেঙে পড়ছেন আনন্দের কান্নায়। চারিদিকে উড়ছে রামধনু রঙয়ের পতাকা। আর এই রঙয়ের উৎসবেই মেতেছে তিলোত্তমা কলকাতা।
Be the first to comment