শনিবার আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হলো ২৪ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। প্রতি বছরের মতো এবছরও নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে যেন চাঁদের হাট। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অমিতাভ বচ্চন, শাহরুখ খান, জয়া বচ্চন, সৌমিত্র চট্টোপাধ্যায়, মাধবী মুখোপাধ্যায়, সাবিত্রী চট্টোপাধ্যায়, ওয়াহিদা রহমান, ইরানিয়ান পরিচালক মাজিদ মাজিদি, সৃজিত মুখোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায়, বিশ্বজিৎ চট্টোপাধ্যায়, মহেশ ভাট, গৌতম ঘোষ, সব্যসাচী চক্রবর্তী, রঞ্জিত মল্লিক, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, ইন্দ্রাণী হালদার,দেব, আবির, সোহম, মিমি, কোয়েল, নুসরত, শ্রাবন্তী, প্রিয়াঙ্কা প্রমুখ ৷
এ বছর হল বাংলা চলচ্চিত্রের ১০০ বছর ৷ অনুষ্ঠান শুরু হয় শঙ্খধ্বনি দিয়ে ৷ উৎসবের শুরুতেই ছিল সংগীতানুষ্ঠান। সঙ্গীত পরিবেশন করেন উস্তাদ রশিদ খান, তেজেন্দ্র নারায়ণ মজুমদার, বিক্রম ঘোষ, লোপামুদ্রা, রূপঙ্কর ও উষা উত্থুপ। অনুষ্ঠানে অমিতাভকে স্বাগত জানান অভিনেতা দেব। শাহরুখ খানকে সম্মান জানান মিমি। সৌমিত্রকে শ্রদ্ধা জানান প্রসেনজিৎ। কোয়েল সম্মান জানান ওয়াহিদা রহমানকে ৷ এদিন চলচ্চিত্র উৎসবের মঞ্চতে শাহরুখ খানের অনুরোধে দেখানো হল ‘জিরো’ছবির ট্রেলার ৷
এবছর ফিল্ম ফেস্টিভাল শুরু হল উত্তম কুমার অভিনীত ছবি দিয়ে। চলচ্চিত্র উৎসবে প্রথম ছবি দেখানো হল ‘অ্যান্টনী ফিরিঙ্গি’।
দেখুন ছবি-
Be the first to comment