২৫তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের বিদায়বেলা; দেখে নিন সেরার সেরাগুলি

Spread the love

আজ সন্ধ্যায় অনুষ্ঠানের মধ্যেদিয়ে দিয়ে সমাপ্তি হল ২৫ তম আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবের। নজরুল মঞ্চে চলচ্চিত্র উৎসবের এই সমাপ্তি অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত ৮ই নভেম্বর এই অনুষ্ঠানের সূচনা হয় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে থেকেই।

আজকের অনুষ্ঠানেই গোল্ডেন রয়্যাল বেঙ্গল টাইগার পুরস্কার ও হীরালাল সেন স্মৃতি পুরস্কার প্রদান করেন মুখ্যমন্ত্রী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাবানা আজমি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উৎসবে অংশগ্রহণকারী দেশ ও বিদেশের প্রতিনিধিগণ। এছাড়া ছিলেন বিশেষ অতিথিবৃন্দরা।

দেখে নিন একনজরে পুরষ্কারের তালিকাঃ

Golden Royal Bengal Tiger Award for …
Best Film: The Weeping Woman
Best Director: Vaclav Marhoul (for The Painted Bird)

Best Indian Documentary Film: Abridged
Best Indian Short Film: Summer Rhapsody

Special Jury Award (among international films): Aga’s House

Hiralal Sen Memorial Award (for Indian language films) for …
Best Film: Mai Ghat: Crime No 103/2005
Best Director: Indrashis Acharya (for Parcel)

Special Jury Award (among Indian films): Run Kalyani

NETPAC Award: Devi Aur Hero

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*