গঙ্গারামপুরে বিজেপি সমর্থককে মারধরের ঘটনায় রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের

Spread the love

দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে বিজেপির মহিলা সমর্থককে দড়ি দিয়ে বেঁধে মারধরের ঘটনায় রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। জেলা লিগাল সার্ভিস অথরিটির কাছে রিপোর্ট তলব করা হয়েছে ৷ অবিলম্বে তাদের রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতি টি বি এন রাধাকৃষ্ণনের ডিভিশন বেঞ্চ।

আজ সকালে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী রবিশংকর চট্টোপাধ্যায় ৷ ওই মহিলাকে নির্যাতনের ঘটনায় অপরাধীদের অবিলম্বে শাস্তি দেওয়ার দাবি করেন তিনি । প্রধান বিচারপতি মামলাটি শোনার পর জেলা লিগাল সার্ভিস অথরিটিকে রিপোর্ট পেশের নির্দেশ দেন ।

অভিযোগ, ৩১ জানুয়ারি প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় গঙ্গারামপুরের নন্দনপুর মোড় থেকে হাঁপুনিয়া মোড় পর্যন্ত রাস্তা সংস্কারের কাজ শুরু করে নন্দনপুর গ্রাম পঞ্চায়েত । কিন্তু, তাঁর জায়গার উপর দিয়ে জোর করে রাস্তা করা হচ্ছে বলে অভিযোগ তোলেন স্থানীয় মহিলা তৃপ্তি দে (নাম পরিবর্তিত) । এনিয়ে তিনি প্রতিবাদ জানান । এমনকী, রাস্তা তৈরির কাজে সংশ্লিষ্ট ঠিকাদার সংস্থাকে বাধা দেন । অভিযোগ, কাজে বাধা পেয়ে ওই মহিলার পা দড়ি দিয়ে বেঁধে টেনে হিঁচড়ে নিয়ে যান তৃণমূল কর্মীরা । উপপ্রধান অমল সরকারের নেতৃত্বে মারধর করা হয় বলে অভিযোগ । সেই ঘটনার ভিডিয়ো সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে । সরব হয় বিভিন্ন মহল । থেকে নিন্দার ঝড় ওঠে । এই ঘটনার পর অমল সরকারকে সাসপেন্ড করে তৃণমূল নেতৃত্ব ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*