দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে বিজেপির মহিলা সমর্থককে দড়ি দিয়ে বেঁধে মারধরের ঘটনায় রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। জেলা লিগাল সার্ভিস অথরিটির কাছে রিপোর্ট তলব করা হয়েছে ৷ অবিলম্বে তাদের রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতি টি বি এন রাধাকৃষ্ণনের ডিভিশন বেঞ্চ।
আজ সকালে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী রবিশংকর চট্টোপাধ্যায় ৷ ওই মহিলাকে নির্যাতনের ঘটনায় অপরাধীদের অবিলম্বে শাস্তি দেওয়ার দাবি করেন তিনি । প্রধান বিচারপতি মামলাটি শোনার পর জেলা লিগাল সার্ভিস অথরিটিকে রিপোর্ট পেশের নির্দেশ দেন ।
অভিযোগ, ৩১ জানুয়ারি প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় গঙ্গারামপুরের নন্দনপুর মোড় থেকে হাঁপুনিয়া মোড় পর্যন্ত রাস্তা সংস্কারের কাজ শুরু করে নন্দনপুর গ্রাম পঞ্চায়েত । কিন্তু, তাঁর জায়গার উপর দিয়ে জোর করে রাস্তা করা হচ্ছে বলে অভিযোগ তোলেন স্থানীয় মহিলা তৃপ্তি দে (নাম পরিবর্তিত) । এনিয়ে তিনি প্রতিবাদ জানান । এমনকী, রাস্তা তৈরির কাজে সংশ্লিষ্ট ঠিকাদার সংস্থাকে বাধা দেন । অভিযোগ, কাজে বাধা পেয়ে ওই মহিলার পা দড়ি দিয়ে বেঁধে টেনে হিঁচড়ে নিয়ে যান তৃণমূল কর্মীরা । উপপ্রধান অমল সরকারের নেতৃত্বে মারধর করা হয় বলে অভিযোগ । সেই ঘটনার ভিডিয়ো সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে । সরব হয় বিভিন্ন মহল । থেকে নিন্দার ঝড় ওঠে । এই ঘটনার পর অমল সরকারকে সাসপেন্ড করে তৃণমূল নেতৃত্ব ।
Be the first to comment