ভোট পরবর্তী হিংসা মামলায় হাইকোর্টকে নির্দেশ পুনর্বিবেচনার আর্জি রাজ্যের

Spread the love

ভোট পরবর্তী হিংসার পরিস্থিতি নিয়ে কলকাতা হাইকোর্ট যে নির্দেশগুলি দিয়েছিল, তা পুনর্বিবেচনার আর্জি জানাল রাজ্য সরকার ৷ এই মামলার শুনানিতে রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছিল আদালত ৷ ভোট পরবর্তী হিংসার পরিস্থিতি খতিয়ে দেখতে গত শুক্রবার কমিটি গঠনের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। জাতীয় মানবাধিকার কমিশনকে কমিটি গঠন করার নির্দেশ দিয়েছিল আদালত ৷ সেই কমিটিকে প্রয়োজনীয় সহযোগিতা করার নির্দেশ দেওয়া হয়েছিল রাজ্য মানবাধিকার কমিশনকে ।

রাজ্যের পরিস্থিতি খতিয়ে দেখে হাইকোর্টে জাতীয় মানবাধিকার কমিশনকে রিপোর্ট পেশ করতে বলেছিল কলকাতা হাইকোর্টের পাঁচ বিচারপতির বিশেষ বেঞ্চ। নির্দেশে জানানো হয়েছিল, রাজ্যের পরিস্থিতি ঘুরে দেখে মানবাধিকার কমিশন রিপোর্ট দেবে আদালতকে ৷ এই ব্যাপারে রাজ্যকে সহযোগিতা করার নির্দেশ দেওয়া হয় ৷ এর অন্যথা হলে আদালত অবমাননার দায়ে অভিযোগ আনা হবে বলে রাজ্যকে জানিয়েছিল হাইকোর্ট। এই নির্দেশেরই পুনর্বিবেচনার আবেদন জানিয়েছে রাজ্য সরকার। আগামিকাল এই আবেদনের শুনানি হবে ৷

গত ১৮ জুন মামলার শুনানিতে রাজ্যকে তীব্র ভর্ৎসনা করে কলকাতা হাইকোর্ট ৷ আদালতে জানানো হয়েছিল, রাজ্য সরকার স্বীকার না করলেও রাজ্যে হিংসার ঘটনা ঘটেছে, এমন অভিযোগ জমা পড়েছে আদালতের কাছে । পাশাপাশি পুলিশ ঠিকঠাক কাজ করছে না বলেও অভিযোগ এসেছে । ভোট-পরবর্তী হিংসার কারণে যাঁরা ঘরে ফিরতে পারেননি তাঁদের অভিযোগ জানানোর জন্য কলকাতা হাইকোর্টের নির্দেশে রাজ্য সরকারই বেশ কয়েকটি ই-মেইল আইডি তৈরি করে দিয়েছে ৷ আদালত সূত্রে খবর, এখনও পর্যন্ত তিন হাজারেরও বেশি অভিযোগ জমা পড়েছে সেই ই-মেইল আইডিগুলিতে । ভোটের এতদিন হয়ে যাওয়ার পরও রাজনৈতিক হিংসার ঘটনা পুরোপুরি বন্ধ করা যায়নি কেন, এই প্রশ্নেই শুক্রবার রাজ্যকে বিঁধেছিল আদালত ।

এর আগে ভোট পরবর্তী হিংসায় ঘরছাড়াদের ঘরে ফেরাতে তিন সদস্যের কমিটি গঠন করেছিল কলকাতা হাইকোর্ট । তিন সদস্যের এই কমিটিতে রয়েছেন রাজ্য মানবাধিকার কমিশন, কেন্দ্রীয় মানবাধিকার কমিশন এবং রাজ্যের লিগাল সার্ভিস অথরিটির সদস্য । যে সমস্ত ব্যক্তিরা ঘরে ফিরতে পারছেন না, তাঁদের ঘরে ফেরাতে এই কমিটি গঠনের নির্দেশ দিয়েছিল আদালত ৷ আক্রান্তদের ইতিমধ্যেই ঘরে ফেরাতে সক্ষম হলেও বিভিন্ন ক্ষেত্রে কাজে তারা বাধার সম্মুখীন হয়েছে বলে অভিযোগ জানিয়েছে কমিটি । সেই ব্যাপারেও রাজ্যের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছিল কলকাতা হাইকোর্ট ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*