করোনা পরিস্থিতিতে রাজনৈতিক সমাবেশে কড়াভাবে করোনাবিধি মেনে চলার নির্দেশ হাইকোর্টের

Spread the love

করোনা পরিস্থিতিতে রাজনৈতিক সমাবেশে কড়াভাবে করোনাবিধি মেনে চলার জন্য, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক ও জেলাশাসকদের একগুচ্ছ নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।

প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এদিন নির্দেশ দিয়েছে, রাজনৈতিক হোক বা অরাজনৈতিক, যে কোনও জমায়েতে সবাইকে মাস্ক পরতেই হবে।স্যানিটাইজার ব্যবহার করতে হবে। বজায় রাখতে হবে শারীরিক দূরত্ব।এইসব করোনা বিধি মানা হচ্ছে কিনা তা নজর রাখতে হবে, নির্বাচন কমিশনের অধীনে থাকা জেলাশাসকদের।প্রয়োজনে ভিড় নিয়ন্ত্রণ করতে পদক্ষেপ করতে হবে প্রশাসনকে।এছাড়াও যা যা প্রয়োজনীয় নির্দেশিকা জারি করা দরকার, তা করতে হবে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে।

পাশাপাশি জনসভাগুলিতে যাতে সবাই করোনাবিধি মেনে চলেন, সেই সম্পর্কে সচেতনতা বাড়াতে উদ্যোগ নিতে হবে রাজনৈতিক দলের নেতা-নেত্রীদেরও।আজকের নির্দেশের পর নির্বাচন কমিশন কী কী পদক্ষেপ করল, ১৯ এপ্রিলের মধ্যে তা হলফনামা দিয়ে জানানোর নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*