১২ এপ্রিল কলকাতা ও হাওড়া পুরসভায় ভোট হতে পারে ৷ নির্বাচন কমিশনকে এব্যাপারে চিঠি দিয়েছে রাজ্য সরকার ৷ ২৬ ও ২৭ এপ্রিল বাকি পুরসভার ভোট চাইছে নবান্ন ৷
জানা গিয়েছে, এপ্রিলেই কলকাতা-হাওড়া সহ রাজ্যের সিংহভাগ পুরসভার নির্বাচন করাতে চায় রাজ্য সরকার। প্রথমে কলকাতা ও হাওড়া পুরসভা ও তার ফলাফল ঘোষণার পরে বাকি ১১০টি পুরসভার নির্বাচন করার কথা ভাবছে। তবে রমজান মাস শুরুর আগে পুরভোট সম্পূর্ণ করতে চায় রাজ্য।
ইসলাম ক্যালেন্ডার অনুযায়ী, রমজান শুরু হবে ২৪ অথবা ২৫ এপ্রিল, যে দিন চাঁদ দেখা যাবে সে দিন থেকে। নবান্ন সূত্রের খবর, মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রমজান চলাকালীন ভোট করতে নারাজ।
শোনা যাচ্ছে, এ হল তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক কৌশল সংক্রান্ত পরামর্শদাতা প্রশান্ত কিশোরের চিন্তাভাবনা। তিনি নিশ্চিত, লোকসভা ভোটের পর থেকেই দল কলকাতায় যে ভাবে জনসংযোগ কর্মসূচি নিয়েছে, তাতে পুরভোটে অনেক ভালো ফল করা সম্ভব। বিরোধী বিজেপি, কংগ্রেস ও বামেরা শহরের মানুষের কাছে গ্রহণযোগ্য কিছু করে দেখাতে পারেনি। প্রশান্তের যুক্তি, কলকাতা পুরভোটের পরে সেই ফলাফল সামনে রেখে বাকি ১১১টি পুরসভা ভোট লড়া সহজ হবে।
Be the first to comment