স্থগিত হল কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল ৷ শুক্রবার থেকে শুরু হওয়ার কথা ছিল চলচ্চিত্র উৎসব ৷ শহরে ক্রমবর্ধমান করোনা সংক্রমণের জন্য চলচিত্র উৎসব স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হল বলে জানা যাচ্ছে ৷
মঙ্গলবারই সাংবাদিক সম্মেলনে ঘোষণা করা হয়, ৭ জানুয়ারি থেকে ৫০ শতাংশ দর্শক নিয়ে শুরু হতে চলেছে ২৭তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। তবে তার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই স্থগিত করতে হলো উৎসব ৷
মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে হাজির ছিলেন না আয়োজক কমিটির প্রধান রাজ চক্রবর্তী । ছিলেন পরমব্রত। মঙ্গলবার রাতের দিকে রাজ টুইটে লেখেন তিনি এবং শুভশ্রী দু’জনেই করোনায় আক্রান্ত। রয়েছেন হোম আইসোলেশনে। আর বুধবার জানা গেলো পরমব্রত চট্টোপাধ্যায়েরও কোভিড আক্রান্ত হওয়ার কথা ৷ অভিনেতা-পরিচালক নিজেই টুইটে জানিয়েছেন সেকথা। শুধু পরমব্রত কিংবা রাজ নয়, আক্রান্ত হয়েছেন আয়োজক কমিটির আরও অনেকেই। এর মধ্যে অভিনেতা রুদ্রনীল ঘোষও কোভিড আক্রান্ত হয়েছেন।
জানা গিয়েছে, বুধবার সকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজের ফোনে কথা হয়। তারপরেই উৎসব স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ তবে রাজের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাঁর ফোনে পাওয়া যায়নি ৷
Be the first to comment