সোমবার ভোরে আগুন লাগলো কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে। জানা গিয়েছে, এমসিএইচ ভবনের তিনতলায় হেমাটোলজি বিভাগের একটি ফ্রিজে আগুন লেগেছিল। আগুনে তিনতলা ধোঁয়ায় ভরে যায়। ওই ভবনে অনেক রোগী ভর্তি থাকায় আতঙ্ক ছড়ায়।
খবর পেয়ে দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। দমকলকর্মী ছাড়া হাসপাতালের কর্মীরাও আগুন নিয়ন্ত্রণে হাত লাগান। দমকল জানিয়েছে, আগুন বড় মাপের ছিল না বলেই তা সহজে নিয়ন্ত্রণে এসেছে। কেন এভাবে বারবার আগুন লাগছে, হেমাটোলজি বিভাগ সহ এমসিএইচ ভবনের অগ্নি নির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখছে দমকল।
Be the first to comment