অবশেষে মিলল সমাধান ৷ টানা ১৪ দিন পর অনশন প্রত্যাহার করলো পড়ুয়ারা ৷ সোমবার কর্তৃপক্ষ ছাত্রদের দাবি মেনে নেওয়ায় উঠল অনশন ৷ মেডিক্যালের নয়া বিল্ডিংয়ে হবে হস্টেল ৷ কাউন্সিলের বৈঠকে সর্বসম্মত সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ ছাত্রদের দাবি মেনে আজ লিখিত সিদ্ধান্ত পড়ে শোনালেন মেডিক্যাল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অশোক ভদ্র ৷ মেডিক্যাল কাউন্সিলের নির্দেশিকা ও পড়ুয়াদের টানা অনশন দুটিই অক্ষুন্ন রেখে নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন বিল্ডিং এর হোস্টেলের দুটি তলা বরাদ্দ হল সিনিয়র পড়ুয়াদের জন্য। আন্দোলনকারীদের মূল দাবি মানাতেই শেষ হল ৩৩৬ ঘণ্টার অনশন। জানা গিয়েছে নতুন হস্টেল নিয়ে তালিকা প্রকাশ করে কর্তৃপক্ষ ৷ তালিকা দেখার পরই অনশন প্রত্যাহার করেন পড়ুয়ারা ৷
আর এদিন সমাধানসূত্র বেরোতেই জয়ের আনন্দে মেতে ওঠেন ছাত্রছাত্রীরা। আবীর মাখা থেকে মিষ্টিমুখ, বাদ গেলো না কিছুই।
Be the first to comment