দোরগোড়ায় পুজো। আর পুজোর আগের শনি-রবি মনেই মার্কেটে মানুষের ঢল। সেই ভিড়ের কথা মাথায় রেখে শনি ও রবিবার অতিরিক্ত মেট্রো চালানোর সিদ্ধান্ত নিল কলকাতা মেট্রো।
শনিবার আপ-ডাউন মিলিয়ে চলবে ২৮৪টি মেট্রো। রবিবার চলবে ১৭৪টি। এমনিতে যা চলে তার থেকে শনিবার ৬০টি এবং রবিবার ৭৪টি মেট্রো বেশি চালাবে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। দুদিন মিলিয়ে মোট ১৩৪টি অতিরিক্ত মেট্রো চলবে বলে জানানো হয়েছে।
উত্তরের হাতিবাগান থেকে দক্ষিণের গড়িয়াহাট। মাঝে ধর্মতলা, নিউমার্কেটে, পার্কস্ট্রিট। পুজো শপিং-এর সব পরিচিত ডেস্টিনেশনগুলি সবই প্রায় মেট্রো রুটে। ফলে চাপ বাড়বে পাতাল রেলে। যাতে মানুষের অসুবিধে না হয় সে কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।
Be the first to comment