NEET পরীক্ষার্থীদের জন্য চালু কলকাতা মেট্রো

Spread the love

NEET পরীক্ষার জন্য সকাল থেকে মেট্রো স্টেশনগুলির সামনে পরীক্ষার্থীদের লম্বা লাইন। রাজ্য সরকারের তরফে আগে নির্দেশিকা দেওয়া হয়েছিল, আজ ঠিক সকাল ১০ টা থেকে চালু হয়েছে বিশেষ মেট্রো পরিষেবা।

পরীক্ষাথীদের অ্যাডমিট কার্ড দেখিয়ে স্টেশন চত্বরে প্রবেশ করতে দেওয়া হয়। সঙ্গে থাকছেন একজন অভিভাবক। পরপর স্টেশনে ঢুকে অটোমেটিক মেশিন থেকে হাত স্যানিটাইজ করতে হচ্ছে। টিকিট কাউন্টারে যাদের স্মার্ট কার্ড নেই অ্যাডমিট কার্ড দেখে তাদের দেওয়া হচ্ছে প্রিন্টেড কার্ড টিকিট (PCT) ৷ কোচের ভিতরেও সামাজিক দূরত্ব বজায় রেখে বসতে হচ্ছে যাত্রীদের।

জনসাধারণের জন্য মেট্রো চালু হবে আগামীকাল থেকে ৷ কিন্তু, পরীক্ষার্থীদের জন্য আজ সকাল ১০ টা থেকে শুরু হয়েছে মেট্রো পরিষেবা। চলবে সন্ধে সাতটা পর্যন্ত। মোট ৭৯টি বিশেষ ট্রেন (আপ ৪২টি ও ডাউন ৩৭টি ) চালানো হবে। নোয়াপাড়া থেকে কবি সুভাষ স্টেশনের মধ্যে চলাচল করবে ট্রেনগুলি। আপে বাড়তি পাঁচটি ট্রেন চালানো হবে। প্রতি ১৫ মিনিট অন্তর চলবে ট্রেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*