মেট্রোযাত্রায় টোকেনের ব্যবহার ছেঁটে ফেলার পথে ধাপে ধাপে এগোচ্ছেন কর্তৃপক্ষ। যাত্রীদের কাউন্টারে আসার প্রয়োজন কমাতে এ বার মেট্রো স্টেশনের স্বয়ংক্রিয় গেটে কিউআর কোড স্ক্যানার বসানোর কাজ শুরু হল। ইতিমধ্যেই পার্ক স্ট্রিট এবং ময়দান স্টেশনে ওই কাজ সম্পূর্ণ হয়েছে।
ধাপে ধাপে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত উত্তর-দক্ষিণ মেট্রোর সব স্টেশনের স্বয়ংক্রিয় গেটেই ওই যন্ত্র বসানো হবে। একই ভাবে ইস্ট-ওয়েস্ট মেট্রোর সব স্টেশনেও বসবে ওই যন্ত্র। প্রাথমিক ভাবে ইস্ট-ওয়েস্ট মেট্রোয় এই নতুন প্রযুক্তির ব্যবহার আগে শুরু হওয়ার কথা থাকলেও উত্তর-দক্ষিণ মেট্রোর যাত্রী-সংখ্যা এবং শহরের পরিবহণে তার গুরুত্বের কথা মাথায় রেখে সেখানেই প্রথমে এমন যন্ত্র বসছে।
মেট্রো সূত্রের খবর, আগামী কয়েক মাসের মধ্যে এই প্রযুক্তি কার্যকর করতে চলছে জোর তৎপরতা।
Be the first to comment