বর্ষায় আর শহরে জল দাঁড়াবে না

Spread the love

বর্ষায় শহরে জল দাঁড়াবে না। কলকাতা পুরসভার অধিবেশনে দাঁড়িয়ে এই আশ্বাস দিয়েছেন মেয়র পারিষদ তারক সিং। মাসিক অধিবেশনের দিন এবং সময় বারবার বদল করা এবং সেই পরিবর্তন বিরোধীদের সময়মতো না জানানো এই নিয়ে অধিবেশনের শুরুতেই ওয়েলে নেমে বিক্ষোভ দেখান বিরোধী কাউন্সিলরা। বাম কাউন্সিলর মধুছন্দা দেব বলেন, শহরের আকাশে বিভিন্ন ধরনের তারের জাল ছড়িয়ে রয়েছে। এই দৃশ্যদূষণ থেকে কীভাবে রেহাই দিতে হবে। জবাবে মেয়র শোভন চট্টোপাধ্যায় জানান, রাজ্য সরকারের সঙ্গে আলোচনা শুরু হয়েছে এ বিষয়ে।

খুব শীঘ্রই কলকাতা পুরসভা বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থা যাদের তার পরিষেবা রয়েছে তাদের সঙ্গে কথা বলে ব্যবস্থা নিতে চলেছে। এবিষয়ে মুখ্যমন্ত্রী নগরোন্নয়ন মন্ত্রী, আইনমন্ত্রী ও কলকাতা মেয়র সহ বেশ কয়েকটি দফতরকে নিয়ে কমিটি গড়ে দিয়েছেন। মেয়র আরও জানান, বহু দরকারি নথি বন্দর ও কলকাতা পুরসভার কাছে নেই। সে কারণে বহু আলোচনার পর ঠিক হয়েছে যেসব নথি এখনও পর্যন্ত পাওয়া গিয়েছে দুই তরফে তার উপর বিচার করে সিদ্ধান্ত নেওয়া হবে। কলকাতা পুরসভা বর্তমান সময়ে দাঁড়িয়ে ২০১৪ সালের পর থেকে ২০১৮ সাল পর্যন্ত প্রাথমিকভাবে বন্দরের কাছ থেকে ৭০ কোটি টাকা কর আদায় করতে পেরেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*