মহিলা কর্মচারীদের নিরাপত্তায় কমিটি তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়। কোনও মহিলা কর্মী শ্লীলতাহানি কিংবা নির্যাতনের শিকার হলে ঘটনার তিন মাসের মধ্যে এই কমিটিতে অভিযোগ জানাতে পরবে। তারপর কমিটি পুরো বিষয়টি খতিয়ে দেখে কোনওরকম সিদ্ধান্ত নেবে।
মহিলা কর্মীদের নিরাপত্তার জন্য কমিটি তৈরি করল কলকাতা পুরসভা। ৬ সদস্যের এই কমিটিতে ৫ মহিলা সদস্য রয়েছেন। কমিটি পরিচালনার দায়িত্বে রয়েছেন ডেপুটি চিফ মিউনিসিপ্যাল অফিসার ডাঃ রনিতা সেনগুপ্ত। অন্য সদস্যদের মধ্যে রয়েছেন সোমা সেনগুপ্ত, স্বাতী দাস, উমা নাগ, রেশমি ভট্টাচার্য এবং সঞ্জয় ভট্টাচার্য।
পুরসভা সূত্রে জানা গিয়েছে, মহিলা কর্মীদের নিরাপত্তার জন্য আগেই একটি মহিলা কমিটি ছিল। কিন্তু সেটি সক্রিয় না থাকায় সমস্যার মুখে পড়তে হচ্ছিল কর্মীদের। সম্প্রতি কালের ঘটনা। পুরসভার দুই মহিলা কর্মী দফতরের এক আধিকারিকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ আনেন। অভিযোগ জানান মেয়র পারিষদ (নিকাশি) তারক সিংয়ের কাছে।
Be the first to comment