চিরন্তন ব্যানার্জি:-
কলকাতা পৌরসভার অধিবেশনে ঘটে গেল নজিরবিহীন ঘটনা। আরজি করের ঘটনার প্রতিবাদে, অধিবেশন মুলতুমি রাখার দাবি নিয়ে অধিবেশন কক্ষ ত্যাগ করলেন বিজেপির দুই পৌরপিতা।
ঘটনার উৎপত্তি হয় অধিবেশনের শুরুতেই যে শোক প্রস্তাব পাঠ করা হয় তা নিয়ে, শুক্রবার অধিবেশন শুরু হলে এদিনের অধিবেশনের চেয়ারম্যান একটি শোক প্রস্তাব পাঠ করেন। আশ্চর্যজনকভাবে সেই শোক প্রস্তাবে উল্লেখ রইলো না আরজিকরের নির্যাতিতার কথা। এরপরই বিরোধী বিজেপির দুই পৌরপিতা অনুরোধ জানান নির্যাতিতার জন্য শোক প্রস্তাবে আনার। দ্বিতীয়বার নজিরবিহীন ভাবে আবার শোক প্রস্তাব আনা হয়। এরপর বিরোধীরা বারবার আজকের অধিবেশন মুলতুবি আনার প্রস্তাব রাখলে তা নাকচ করে চেয়ারম্যান। এর প্রতিবাদে বিজেপির দুই পৌর প্রতিনিধি জাস্টিস ফর আরজি কর স্লোগান দিতে দিতে অধিবেশন কক্ষ ত্যাগ করে। অধিবেশন কক্ষের বাইরে বসে পড়েন।
অন্যদিক, অধিবেশনের শুরুতে বাম কংগ্রেস কাউন্সিলররা যৌথভাবে আরজি করের প্রতিবাদের প্যাকেট হাতে মেয়র ও চেয়ারম্যানের ঘরের সামনে বিক্ষোভ দেখান।
যদিও এদিন অধিবেশন কক্ষ ত্যাগ করেননি বাম কংগ্রেসের পৌ প্রতিনিধিরা।
Be the first to comment