বিনামূল্যে করোনা পরীক্ষা করতে ‘দুয়ারে পুরসভা’, এক ফোনেই হবে টেস্ট

Spread the love

নির্বাচনের আগেই ‘দুয়ারে সরকার’ প্রকল্প শুরু করেছিল রাজ্য সরকার। এই প্রকল্পে বিপুল সাড়াও পাওয়া গিয়েছিল। সংশ্লিষ্ট উদ্যোগে উপকৃত হয়েছেন বহু মানুষ। এবার শহরের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ‘দুয়ারে সরকার’ প্রকল্পের পদ্ধতি অনুসরণ করার চেষ্টা করল কলকাতা পুরসভা। শনিবার কলকাতা পুরসভার প্রশাসক ফিরহাদ হাকিম জানান, এবার থেকে কলকাতাবাসীর বাড়ি বাড়ি গিয়ে করোনা পরীক্ষা করবে কলকাতা পুরসভা। এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘দুয়ারে পুরসভা’।

ফিরহাদ হাকিমের কথায়, ‘করোনা পরীক্ষা করতে যাতে সাধারণ মানুষের কোনও অসুবিধা না হয় সেজন্য নতুন উদ্যোগ নিয়েছে কলকাতা পুরসভা। কলকাতা পুরসভার নির্দিষ্ট একটি নম্বরে ফোন করলে আবেদনকারী ব্যক্তির বাড়িতে গিয়ে করোনা পরীক্ষার জন্য লালারসের নমুনা সংগ্রহ করবে কলকাতা পুরসভার মেডিক্যাল টিম। ৯৮৩১০৩৬৫৭২ নম্বরটিতে ফোন করলেই পাওয়া যাবে ‘দুয়ারে পুরসভা’ প্রকল্পের সুবিধা। করোনা পরীক্ষার ফলাফল পাঠিয়ে দেওয়া আবেদনকারী ব্যক্তির ফোনেই। সম্পূর্ণ বিনামূল্যে করোনা পরীক্ষা করা হবে শহরবাসীর।

প্রসঙ্গত, বাংলার মধ্যে সবথেকে ভয়াবহ পরিস্থিতি কলকাতার। গত ২৪ ঘণ্টায় শুধুমাত্র কলকাতায় করোনায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৯৬১ জন, মৃত্যু হয়েছে ৩৪ জনের। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৪৩৬জন, মৃত্যু হয়েছে ১২৭ জনের। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ১৮ হাজার ২৪৩ জন। রাজ্যে বর্তমানে সুস্থতার হার ৮৫.৮৯ শতাংশ। দেশের করোনা পরিস্থিতি ভয়াবহ। প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। পশ্চিমবঙ্গেও দিন প্রতিদিন বাড়ছে আক্রান্তের সংখ্যা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একগুচ্ছ পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার।

মমতা বন্দ্যোপাধ্যায় ৬ মে নবান্নে সাংবাদিক বৈঠকে জানান, আগামী ১৫ দিন রাজ্যের করোনা পরিস্থিতি আরও খারাপ হতে পারে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের আরও সচেতন হওয়া প্রয়োজন এবং কোভিড সতর্কবিধি মেনে চলা উচিত।

প্রসঙ্গত, শনিবার করোনায় মৃতের দেহ নিয়ে নয়া নির্দেশিকা জারি করেছে রাজ্যের। শর্তসাপেক্ষে করোনায় মৃতের দেহ পরিবারের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোভিড প্রোটোকল মেনে পরিবার করতে পারবেন অন্ত্যেষ্টি। সরকারি হাসপাতাল থেকে শ্মশানে দেহ নিয়ে যাওয়ার ক্ষেত্রেও দেওয়া স্পষ্ট নির্দেশ। এতদিন করোনায় মৃতদের দেহ হাতে পেতেন না পরিবার।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*