কোরোনায় আক্রান্ত হলেন কলকাতা পুলিশের আরও দুই কর্মী। ময়দান থানার এক ASI ও মানিকতলা থানার এক মহিলা SI আক্রান্ত হয়েছেন ৷ তাঁরা এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন। এর জেরে নতুন করে কয়েকজন পুলিশকর্মীকে কোয়ারানটিনে পাঠানো হয়েছে বলে লালবাজার সূত্রের খবর।
৩০ এপ্রিল জ্বর নিয়ে এম আর বাঙুর হাসপাতলে যান ময়দান থানার ওই অ্যাসিস্টেন্ট সাব ইন্সপেক্টর। এরপর হাসপাতাল থেকে তাঁকে হোম কোয়ারানটিনে থাকার পরামর্শ দেওয়া হয়। এরপর অন্যান্য উপসর্গ দেখা দেওয়ায় তাঁর সোয়াবের নমুনা পরীক্ষা হয়। পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ আসে। এর জেরে ময়দান থানা জীবাণুমুক্ত করা হয়েছে। এছাড়াও ওই থানার কয়েকজন পুলিশকর্মীকে হোম কোয়ারানটিনে রাখা হয়েছে। ওই আক্রান্ত পুলিশকর্মীর সংস্পর্শে আরও কারা এসেছিলেন তা খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে, উল্টোডাঙ্গা ট্রাফিক গার্ডের এক চালকের মায়ের রিপোর্ট পজিটিভ এসেছিল। ওই একই আবাসনে থাকেন মানিকতলা থানার এক মহিলা SI। তাঁরও রিপোর্ট পজিটিভ আসায় আতঙ্কিত আবাসনের বাসিন্দারা। আবাসনটিকে জীবাণুমুক্ত করা হবে বলে পুলিশের তরফে জানানো হয়েছে। এই নিয়ে এখনও পযন্ত কলকাতা পুলিশের ১২ জন কর্মী কোরোনায় আক্রান্ত হলেন।
Be the first to comment