করোনা প্রাণ কাড়লো কলকাতা পুলিশের আরও এক কোভিড-যোদ্ধার

Spread the love

করোনার বিরুদ্ধে একেবারে সামনে থেকে লড়াই চালাচ্ছেন কলকাতা পুলিশ৷ আক্রান্ত হচ্ছেন৷ আবার অনেকে সুস্থও হয়ে উঠেছেন৷ কেউ কেউ লড়াইয়ে হেরেও গিয়েছেন৷ অচেনা শত্রুর বিরুদ্ধে লড়াই চালাতে গিয়ে মৃত্যু হল আরও এক পুলিশ কর্মীর৷

জানা গিয়েছে, করোনা আক্রান্ত হয়ে শিয়ালদা ট্রাফিক গার্ডের এক কনস্টেবলের মৃত্যু হয়েছে৷ ওই কনস্টেবল কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ভেন্টিলেশনে ছিলেন৷ করোনা আক্রান্ত হয়ে তিনি ওই হাসপাতালে ভর্তি হন৷ তবে করোনার সঙ্গে কিডনির সমস্যাও ছিল তার৷ শেষ পর্যন্ত শনিবার হাসপাতালেই তার মৃত্যু হয়৷

এর আগে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয় কলকাতা পুলিশের এক কনস্টেবলের৷ মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয় মাঝবয়সী ওই পুলিশ কনস্টেবলের। লালবাজার সূত্রের খবর ছিল,ওই পুলিশ কনস্টেবল সাউথ ডিভিশনের রিজার্ভ অফিসে পোস্টিং ছিলেন। সেখান থেকে তাকে ডেপুটেশনে শেক্সপিয়ার সরণি থানায় ডিউটি দেওয়া হয়েছিল।

শিলিগুড়ির ফাসিঁদেওয়া থানা এলাকায় বাড়ি ওই পুলিশ কনস্টেবলের। স্ত্রী অসুস্থ থাকার জন্য গত ২৮ মে কলকাতা থেকে বাসে করে বাড়ি যান। ১ জুন শিলিগুড়ি থেকে ফিরে ডিউটিতে যোগ দেন। সেদিন তাঁর শরীরে কোনও উপসর্গ না থাকলেও থানার অন্যান্য পুলিশকর্মীদের সঙ্গেই তার কোভিড-১৯ টেস্ট হয়।

পরদিনই কিছু উপসর্গ দেখা দেয় তার। টেস্টের পর দিনই জ্বর আসায় তাঁকে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ৩ জুন টেস্ট রিপোর্ট এলে জানা যায় ওই পুলিশ কনস্টেবল করোনা আক্রান্ত হয়েছেন। চিকিৎসা শুরু হয় তার। কিন্তু শেষ পর্যন্ত তিনি মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। এবার আরও একজন পুলিশ কর্মীর মৃত্যু হল৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*