বুধবার থেকে কলকাতার রাজপথে নামল কলকাতা পুলিশের প্রমিলা বাহিনী ‘দ্য উইনার্স’। যেখানেই কোনও অশান্তির খবর মিলবে সেখানেই ছুটে যাবে এই বাহিনী। নারীসুরক্ষা সহ যে কোনও পরিস্থিতি মোকবিলার বিশেষ ট্রেনিং ও ক্ষমতা দুটোই দেওয়া হয়েছে এই বাহিনীকে। মাঝে মাঝেই কলকাতা শহরের নারীসুরক্ষা নিয়ে প্রচুর সমালোচনা ঝড় ওঠে। সব যে অমূলক নয়, তারও ভুরি ভুরি নজির রয়েছে। প্রাতঃ ভ্রমণ বা রাতের শহরে নারী নিরাপত্তায় বারবার অভিযোগের আঙুল উঠেছে কলকাতা পুলিশের দিকে। সেজন্যই গড়ে তোলা হয়েছে বিশেষ নারীবাহিনী। গত মার্চ মাস থেকে পুলিশ ট্রেনিং স্কুলে প্রশিক্ষণ চলছিল। অন্যান্য ট্রাফিক পুলিশের মতো এই মহিলা পুলিশকর্মীদের উর্দিতে লাগানো থাকবে ‘বডি ক্যামেরা’। মূল লক্ষ্য হবে মেয়েদের নিরাপত্তা সুনিশ্চিত করা। শ্লীলতাহানির মতো অপরাধকে দমন করা। এদিন দুপুর সাড়ে ১২টায় পুলিশ কমিশনার রাজীব কুমারের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে পথ চলা শুরু হয় ‘দ্য উইনার্সে’র। এই বাহিনীর প্রত্যেক সদস্যই বাইক চালাতে পারদর্শী। কলকাতা পুলিশের অতিরিক্ত ডেপুটি কমিশনার (দক্ষিণ) অপরাজিতা রাইয়ের অধীনে কাজ করবে এই বাহিনী।
Be the first to comment