আত্মহত্যা করতে যাচ্ছে ব্যক্তি, ফেসবুকের মেল পেয়ে বাঁচালো কলকাতা পুলিশ

Spread the love

মানসিক অবসাদ ৷ আর সেই থেকেই আত্মহত্যার পথ বেছে নিচ্ছিলেন এক ব্যক্তি। ফেসবুকে নিজের টাইমলাইনে সে কথা জানিয়েছিলেন তিনি। আর তাতেই বেঁচে গেলো প্রাণ। সৌজন্যে কলকাতা পুলিশ ৷ উল্লেখ্য, সোমবার ফেসবুক কর্তৃপক্ষ লালবাজারে একটি মেল করে। তারা জানায়, এই শহরের এক ব্যক্তি আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন। পুলিশ যেন উপযুক্ত ব্যবস্থা নেয় সেই অনুরোধ করে ফেসবুক কর্তৃপক্ষ। মেল পাওয়ার পরেই সক্রিয় হয় লালবাজারের সাইবার সেল।

জানা যায়, ওই ব্যক্তি একটি ভিডিয়ো আপলোড করেছেন নিজের টাইমলাইনে। সেখানেই তিনি জানিয়েছেন আত্মহত্যার পথ বেছে নেওয়ার কথা। এরপরই কসবা থানার পুলিশ গিয়ে ওই ব্যক্তিকে উদ্ধার করে ৷ সাইবার সেলের গোয়েন্দারা ফেসবুকের দেওয়া তথ্য এবং ওই যুবকের প্রোফাইল ঘেঁটে পোস্টটি কোন মোবাইল থেকে করা হয়েছে, তা বার করেন। এরপর সেই মোবাইলের আইপি অ্যাড্রেস থেকে যুবকের ফোনের টাওয়ার লোকেশন চিহ্নিত করা হয় । দেখা যায়, সেটি কসবা থানা এলাকার তিলজলার পিকনিক গার্ডেন ৷

ফেসবুক লাইভ করে বা ফেসবুকে ভিডিয়ো আপলোড করে আত্মহত্যার ঘটনা এর আগে বেশ কয়েক বার ঘটেছে শহরে। এমন তৎপরতার সঙ্গে পুলিশের দ্রুত পদক্ষেপের প্রশংসা করেছে অনেকেই ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*