শহরে কলকাতা পুলিশের টহলদারি ব্যবস্থায় নবতম সংযোজন ৫৮ টি মাহিন্দ্রা TUV ৩০০ গাড়ি। বৃহস্পতিবার বিকেলে লালবাজার থেকে শহরের গলি থেকে রাজপথে অনায়াসে যাতায়াতের উপযোগী এবং অত্যাধুনিক যোগাযোগ ব্যবস্থা সম্বলিত এই গাড়িগুলির যাত্রা শুরু করেন পুলিশ কমিশনার অনুজ শর্মা।
টহলদারি ব্যবস্থায় এই নয়া সংযোজন শহরের সুরক্ষা ব্যবস্থাকে আরও দৃঢ় এবং মজবুত করবে বলে কলকাতা পুলিশের স্থির বিশ্বাস। এই গাড়িগুলির মাধ্যমে পুলিশ কন্ট্রোল রুমের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখা যাবে। আইনশৃঙ্খলা সহ অন্যান্য যেকোনও বিষয়ে তথ্য দেওয়া যাবে। পাঠানো যাবে প্রাথমিক ইনফরমেশন রিপোর্ট। গাড়িতে থাকছে সাইরেন, হুটার ও অত্যাধুনিক ট্যাব। যাতে সব সময় চালু থাকবে GPS ৷ তার ফলে এই গাড়িগুলি কোথায় আছে তা পুলিশ কন্ট্রোল রুমে বসেই দেখা যাবে। থাকছে ওয়ারলেস রেডিয়ো ৷
Be the first to comment