রোজদিন ডেস্ক, কলকাতা :- প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে কলকাতা পুলিশের ব্যান্ডকে রাজভবনে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ। রাজভবন চত্বরে দাঁড়িয়েই ক্ষোভে ফুঁসে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরে নিজে বিষয়টি খতিয়ে দেখলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরে নিজে গিয়ে গেট থেকে ব্যান্ডকে ভিতরে নিয়ে আসেন তিনি। এরপর অনুষ্ঠানে অংশ নেন তাঁরা।
রীতি মেনে প্রতিবছর সাধারণতন্ত্র দিবসে রাজভবনে চা-চক্রে যোগ দেন মুখ্যমন্ত্রী। এবছরও তার অন্যথা হয়নি। রবিবার বিকেল ৪ টে বেজে ২৯ মিনিটে রাজভবনে পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে স্বাগত জানাতে সস্ত্রীক প্রস্তুত ছিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। মুখ্যমন্ত্রী পৌঁছতেই রীতি অনুযায়ী শুরু হয় জাতীয় সংগীত। সেই সময় মুখ্যমন্ত্রী দেখেন সেখানে বিএসএফের শাখা সীমা সুরক্ষা ব্যান্ড থাকলেও কলকাতা পুলিশের ব্যান্ড নেই। সঙ্গে সঙ্গে তিনি খোঁজ নেন কী হয়েছে। জানতে পারেন, রাজভবনের গেটে আটকে দেওয়া হয়েছে কলকাতা পুলিশের ব্যান্ডকে। এরপরই এই ঘটনায় তিনি উষ্মাও প্রকাশ করেন। কেন কলকাতা পুলিশের ব্যান্ডকে রাজভবনে ঢুকতে দেওয়া হবে না, সেই প্রশ্ন তুললেন রাজ্যের প্রশাসনিক প্রধান। এরপর তিনি নিজে চলে যান রাজভবনের গেটে। ভিতরে নিয়ে আসেন কলকাতা পুলিশের ব্যান্ডকে। পরবর্তীতে অনুষ্ঠানে যোগ দেন তাঁরা। আবার শুরু হয় জাতীয় সংগীত। এদিন বেশ কিছুক্ষণ রাজভবনে ছিলেন মুখ্যমন্ত্রী। রাজ্যপালের সঙ্গে কথা বলতেও দেখা যায় তাঁকে। তবে কী কথা হল, তা এখনও জানা যায়নি।
Be the first to comment