কলকাতা পৌরসভার অধীনস্থ ১০০ দিনের শ্রমজীবী ১৫ হাজার কর্মীদের পুজোর আগে বোনাসের ঘোষণা..

Spread the love

 

রোজদিন ডেস্ক:-

তিলোত্তমার বিচারের অপেক্ষায় সবাই। বাঙালির শ্রেষ্ঠ উৎসব নিয়ে এবছর যেনো শোরগোল টা ম্লান হয়ে গেছে। তারই মাঝে কোলকাতা পুরসভা ঠিক করেছে,পুরসভার অধীনস্থ ১৫ হাজার কর্মী, যাঁরা কিনা ১০০ দিনের কাজ করেন, তাঁদের বোনাস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
কলকাতা পুরসভার অধীনে ১০০ দিনের কাজ করা দক্ষ শ্রমিকরা দৈনিক ৪০৪ টাকা মজুরি পেয়ে থাকেন। এদিকে অদক্ষ শ্রমিকরা দৈনিক মজুরি পান ৩০৩ টাকা। আর যে কর্মীরা আর সুপারভাইজারের অধীনে যারা কাজ করেন, তারা দৈনিক ২০২ টাকা মজুরি পেয়ে থাকেন। তবে এই সব কর্মীদেরই সাড়ে তিন হাজার টাকা করে ‘উৎসব বোনাস’ দেওয়া হবে। একশো দিনের কর্মীদের সকলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই মর্মে সাড়ে তিন হাজার টাকা করে পাঠানো হবে। এই আবহে বোনাস দেওয়ার জন্যে সরকারের ১৫ কোটি টাকা খরচ হবে।
আরজি কর কাণ্ডের আবহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ‘উৎসবে ফেরার’ অনুরোধ করেছিলেন। তারই মাঝে এই ঘোষণা যেন ১০০ দিনের কর্মরত গরীব – মধ্যবিত্ত দের সাময়িক আনন্দ দিল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*