করোনা মোকাবিলায় সকলের কাছে আর্থিক সাহায্যদানের আবেদন কলকাতা প্রেস ক্লাবের

Spread the love

দেশজুড়ে করোনা মহামারী। এই সময় মানুষের পাশে দাঁড়িয়ে সরকার থেকেও তৈরী করা হয়েছে রিলিফ ফান্ড। এছাড়াও বিভিন্ন NGO- প্রাইভেট চ্যারিটি হোম গুলোও সাহায্য করছে সাধ্যমতো। এই কঠিন সময় দাঁড়িয়ে মানুষের জন্য সাহায্যে হাত বাড়িয়ে দিতে আহ্বান জানিয়েছে কলকাতা প্রেস ক্লাব।

প্রেস ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে যে, ভয়াবহ করোনা ভাইরাসের সংক্রমণ সংক্রান্ত অতিমারির আশঙ্কায় উদ্ভুত পরিস্থিতির মোকাবিলায় আজ সরকারের পাশে এসে দাঁড়িয়েছে সমগ্র নাগরিক সমাজ। আমরা সাংবাদিকরাও পেছিয়ে থাকতে পারি না। অতীতে যে কোন ধরণের প্রাকৃতিক বিপর্যয়ে সাধ্যমত এগিয়ে এসেছে প্রেস ক্লাব, কলকাতা। এবারও আমরা আমাদের যথাসাধ্য নিশ্চয়ই করব। যে যা পারেন অবশ্যই প্রেস ক্লাব, কলকাতার করোনা মোকাবিলা তহবিলে দান করুন। ৭ই এপ্রিল ২০২০-র মধ্যে অতি অবশ্যই আপনার অর্থসাহায্য পাঠান প্রেস ক্লাবে।

নিয়মে বলা হয়েছে যে, ১) হয় যাতায়াতের পথে ক্লাবের কর্মী ধনেশ্বর গোচ্চায়েত এর কাছে চেক দিয়ে যাবেন।

২) না হলে আগামী ২, ৪ এবং ৭ এপ্রিল ২০২০ অর্থাৎ আগামী বৃহস্পতি, শনি অথবা মঙ্গলবার সন্ধে ৬ টা থেকে রাত সাড়ে ৯টার মধ্যে নগদ বা ডেবিট/ক্রেডিট কার্ডে অর্থ দিতে পারবেন।

৩) তাছাড়া নিচে দেওয়া ব্যাঙ্ক একাউন্টের বিষদ বিবরণ অনুযায়ী বৈদ্যুতিন পদ্ধতিতেও টাকা পাঠানো যাবে – এন ই এফ টি মারফৎ।

Bank Name : United Bank of India, Branch Name: New Market Branch,

Bank Address: 6A, S. N. Banerjee Road,Kolkata-700013

IFSC Code : UTBIONEM123,Account No. : 0668010101078

৪) এর বাইরে ইউনাইটেড ব্যাঙ্ক অব ইন্ডিয়ার যে কোনো শাখায় গিয়ে ঐ একাউন্টে নগদ বা চেক জমা করা যাবে।

৫) টাকা ব্যাঙ্কে জমা দেওয়া বা বৈদ্যুতিন পদ্ধতিতে পাঠানোর পর জমা/পাঠানোর বিষদ বিবরণসহ প্রেস ক্লাবে ই-মেইল করে দিতে হবে। ক্লাবের মেল আই ডিঃ pressclubkolkata@gmail.com.

তাছাড়া ক্লাবের সংশ্লিষ্ট কর্মী শ্রী পঙ্কজ দাসকে (চলভাষ- ৯৮৩১০০৯৬৩৯) নম্বরে এস এম এস, বা ওয়াটস্যাপে বা টেলিফোনে জানিয়ে দিতে হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*