চিকিৎসকদের আপত্তিতে হাসপাতালের সামনে হেল্প ডেক্স পরিষেবা বন্ধ করল কলকাতা পুরসভা

Spread the love

 

চিরন্তন ব্যানার্জি:-

আরজি কর-কাণ্ডের প্রতিবাদে রাজ্য জুড়ে চলছে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি। এরই মধ্যে জরুরি পরিষেবার জন্য কলকাতা পুরসভার উদ্যোগে শহরের দু’টি হাসপাতাল আরজি কর এবং ন্যাশনাল মেডিক্যাল কলেজের সামনে সহায়তা শিবির (হেল্প ডেস্ক) খোলা হয়েছিল। কিন্তু শনিবার সেগুলি বন্ধ করল কলকাতা পুরসভা। যদিও এদিন মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, সেগুলি পুরোপুরি তুলে দেওয়া হচ্ছে না, আপাতত বন্ধ রাখা হয়েছে।

প্রথম থেকেই বার বার দাবি করা হচ্ছে চিকিৎসকদের কর্মবিরতির ফলে রোগীরা সমস্যায় পড়ছেন। সেই কারণে জরুরি পরিষেবার জন্য শহরের দু’টি হাসপাতালের সামনে হেল্প ডেক্স কিয়স্ক করেছিল পুরসভা। কিন্তু সূত্রের খবর, পুরসভার চিকিৎসকদের একাংশের আপত্তির জেরে তা আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে। এই ধরনের শিবির আর কোনও জায়গায় হবে না বলেও জানিয়ে দেওয়া হয় এদিন।
এই ব্যাপারে শনিবার টক টু মেয়রের পর মেয়র ফিরহাদ হাকিম এই বিষয়ে মুখ খোলেন। তিনি জানান, ”কিয়স্ক আমরা এখনও তুলিনি। তবে আপাতত বন্ধ করে রাখা হয়েছে। এভাবে যদি রোগী মারা যেতে থাকে, তাহলে আবার কিয়স্ক চালু করতে হবে।”
অন্যদিকে অভিযোগ উঠতে শুরু করেছে, আরজি করের আন্দোলনকে কালিমালিপ্ত করার জন্য কিয়স্ক খোলা হয়েছে। এই বিষয়ে ফিরহাদ বলেন, ”কে কী বলছে তাতে কান দেওয়ার কোনও মানে হয় না। আমরা সাহায্য করার জন্য করেছিলাম। ওনারা যদি নিজে থেকেই ব্যবস্থা করেন সেটায় আমরা স্বাগত জানাচ্ছি।”
কিয়স্কে ডাক্তারদের আপত্তি আছে এই প্রসঙ্গে কিছুটা অসন্তোষ প্রকাশ করেছেন ফিরহাদ হাকিম। তাঁর কথায়, অনুমতি দেওয়া না দেওয়া ডাক্তারদের কাজ নয়। এসএসকেএম হাসপাতালের ভিতরে কিয়স্ক করা হয়নি, ফুটপাতে হয়েছিল যেটা কলকাতা পুরসভার জায়গা। মানুষ অ্যাডমিশন না পেলে অন্যত্র স্থানান্তরিত করার জন্য করা হয়েছিল। তবে আপাতত তা বন্ধ রাখা হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*