সকাল থেকেই মেঘলা ছিলো শহর কলকাতার আকাশ ৷ বুধবার সকাল ১১টা বাজতে না বাজতেই শুরু হয়ে গেলো বৃষ্টি ৷ কলকাতার বেশ কিছু জায়গায় বৃষ্টির দেখা মিলেছে ৷ তবে হালকা থেকে মাঝারি বৃষ্টিতেই ভিজেছে শহর ৷ আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, দক্ষিণবঙ্গে সক্রিয় রয়েছে মৌসুমি অক্ষরেখা৷ যার জেরে আগামী দুদিন অর্থাৎ ৪৮ ঘণ্টায় বৃষ্টি হবে কলকাতার নানা প্রান্ত ও হাওড়ার বেশ কিছু এলাকায় ৷ ভিজতে পারে কলকাতা সংলগ্ন কয়েকটি জেলাও ৷ তবে ভারি বৃষ্টির পূর্বাভাস আপাতত নেই ৷
কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও, ভারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের নদিয়া ও মুর্শিদাবাদ জেলা জুড়ে ৷ এছা়ড়াও হাওয়া অফিস জানাচ্ছে উত্তরবঙ্গের একাধিক জেলায় আগামী দুদিন ভারি বৃষ্টি হবে ৷ জারি করা হয়েছে সতর্কবার্তাও ৷ আলিপুর হাওয়া অফিস দিন কয়েক আগেই জানিয়েছিল ওডিশা সংলগ্ন বঙ্গোপসাগরে ক্রমশ ঘনীভূত হচ্ছে একটি নিম্নচাপ। যার কারণে বাংলাতে বৃষ্টির পূর্বাভাস ছিল৷ কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গেই এই বৃষ্টিপাত চলবে বলে খবর মিলেছিল।
তবে উত্তরবঙ্গের কয়েকটা জেলাতে ভারী বৃষ্টিপাত হবে বলেই পূর্বাভাস ছিল। সেখানে আগামী তিনদিন এই অবস্থা বজায় থাকবে। সঙ্গে ঝোড়ো হাওয়াও বইতে পারে বলে জানা গিয়েছে।
Be the first to comment