পুজোর আগেই পশ্চিম ও দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের সম্ভাব্য ঘূর্ণাবর্তের জেরে মঙ্গলবার এবং বুধবার বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বর্ষণের কথা জানালো আলিপুর আবহাওয়া দফতর। মঙ্গলবার সকাল থেকে রোদের দেখা মিললেও বেলা বাড়তেই ভারী বৃষ্টি শুরু হয় কলকাতা এবং সংলগ্ন অঞ্চলে। হাওয়া অফিসের পূর্বাভাস মতোই ভারী বৃষ্টি শুরু হয় কলকাতা, উত্তর, দক্ষিণ ২৪ পরগণা, হাওড়া-সহ একাধিক জেলায়।
আবহাওয়া অফিস সূত্রে খবর, আরবসাগরের মতো বঙ্গোপসাগরেও মৌসুমি বায়ুর জেরে একটি নিম্নচাপ ঘনীভূত হতে পারে। তার প্রভাবেই মঙ্গলবার ও বুধবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে। এমনকি কমতে পারে দিনের তাপমাত্রাও। তবে কলকাতা ছাড়াও পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলাতেও বিক্ষিপ্ত বৃষ্টির আভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
তবে শেষ বেলায় বৃষ্টিতে মাথায় হাত পুজো উদ্যোক্তা থেকে শুরু করে কুমোরটুলি পাড়ার। বেশ কিছুদিন যাবৎ বিক্ষিপ্ত বৃষ্টি নিয়েই দিন কেটেছে মহানগরের। সামনেই পুজো আর তার আগেই ফের মৌসুমি বায়ুর এমন আকস্মিক আগমনে চিন্তায় পুজোর কর্মকর্তারা।আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছুঁতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াসের কাছে। এদিন শহরে সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছুঁতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছে।
মঙ্গলবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছুঁয়েছে ২৬.২ ডিগ্রি সেলসিয়াস। শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৩ শতাংশ, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ন্যূনতম ৭০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় শহরে বৃষ্টি হয়েছে ৪.৬ মিলিমিটার।
Be the first to comment