পুজোর মুখে রাজ্যবাসীর কপালে চিন্তার ভাঁজ বাড়িয়ে দিলো আলিপুর আবহাওয়া দফতর। বুধবার তারা সাফ জানিয়ে দিল, আগামী ২৪ ঘণ্টা একনাগাড়ে বৃষ্টি চলবে। কলকাতার পাশাপাশি শুক্রবার অবধি ভারী থেকে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বর্ধমান, বাঁকুড়া, বীরভূম এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে। তবে শনিবার, মহালয়ার দিন থেকে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা আছে। তবে পুজোর মধ্যে বৃষ্টি হবে কিনা, সে কথা এখনই স্পষ্ট করে বলতে পারেনি আবহাওয়া দফতর।
আবহাওয়া অফিস জানিয়েছে, এটা বর্ষার বৃষ্টি। রাজ্যের উপর মৌসুমী অক্ষরেখা সক্রিয় হওয়ার কারণেই পুজোর মুখে এই বৃষ্টিপাত। এছাড়া অসম ও নাগাল্যান্ডের কাছে একটি এবং অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুর কাছে বঙ্গোপসাগরের উপর আরও একটি ঘূর্ণাবর্ত সক্রিয় হওয়ায় আশ্বিনেও জারি বৃষ্টিপাত। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, বুধবার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি সেলসিয়াস কম। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিক। সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা হবে ৯৭ শতাংশ। সর্বনিম্ন ৭৯ শতাংশ। গত চব্বিশ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ ০৬৭.১ মিলিমিটার।
Be the first to comment