রাস্তা দিয়েই বয়ে যাচ্ছে বৃষ্টির জমা জল। কোথাও গোড়ালি, কোথাও ডুবে যাচ্ছে হাঁটুও। পানীয় জলের কলও প্রায় জলের তলায়। বিভিন্ন এলাকায় জল জমে থাকায় যানজট সৃষ্টি হয়েছে ৷ সকাল থেকে হয়রানির মুখে পড়তে হচ্ছে স্কুল পড়ুয়া ও অফিসযাত্রীদের জন্য ৷ জমা জল পেরিয়ে স্কুল-কলেজ-অফিসে প্রতিদিনের যাতায়াত। তাতেই সুযোগ বুঝে ভাড়া বাড়াচ্ছেন রিকশা চালকরা।
ঠনঠনিয়া, মুক্তারাম বাবু স্ট্রিট, দমদম, কাঁকুড়গাছি, সায়েন্স সিটি, সেক্টর ফাইভ-সহ একাধিক এলাকায় জল জমেছে। বৃষ্টি চলছে গোটা দক্ষিণবঙ্গ অন্যদিকে, সপ্তাহান্তে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে ভারী বৃষ্টি হতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে।
Be the first to comment