করোনা আবহে আশার বাণী শোনাল আবহাওয়া দফতর। এ বছর বর্ষা স্বাভাবিক হবে দেশে, এমনটাই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আইএমডি-র তরফে জানানো হয়েছে, ২০২০ সালে দেশে বৃষ্টির পরিমাণ হবে ১০০ শতাংশ।
এ প্রসঙ্গে আর্থ বিজ্ঞান মন্ত্রকের সচিব এম রাজীবন জানিয়েছেন, করোনায় এই কঠিন সময় ভাল খবর হল, দেশে এবার বর্ষা স্বাভাবিক হবে। জুন থেকে সেপ্টেম্বরের মধ্য়ে বৃষ্টির পরিমাণ হবে ১০০ শতাংশ”। অন্যদিকে, কলকাতায় এবছর বর্ষা ঢুকতে পারে ১১ জুন, এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর।
আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, এ বছর থেকে দেশের কয়েকটি এলাকায় বর্ষার আগমন ও বিদায়ের সময় পরিবর্তিত হতে পারে। পশ্চিম ভারত, মধ্য ভারত ও উত্তর ভারতে বর্ষার আসার সময় ও বিদায় নেওয়ার দিনক্ষণ বদলাতে পারে। এ বছর থেকে মহারাষ্ট্র, গুজরাত, মধ্য়প্রদেশ, ছত্তীসগড়, তেলঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, ঝাড়খণ্ড, বিহার ও উত্তরপ্রদেশের কয়েকটি এলাকায় দেরিতে বর্ষা আসতে পারে।
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, এ বছর চেন্নাইয়ে বর্ষা আসতে পারে ৪ জুন, হায়দরাবাদে বর্ষা ঢুকতে পারে ৮ জুন, পুনেতে ১০ জুন বর্ষা আসতে পারে, মুম্বইয়ে বর্ষা আসার সময় ১১ জুন, আহমেদনগরে বর্ষা আসার সময় ১২ জুন। পুরীতে বর্ষা ঢুকতে পারে ১৩ জুন, সুরাতে বর্ষা আসতে পারে ১৯ জুন, নাগপুরে বর্ষা ঢুকতে পারে ১৫ জুন, রাইপুরে বর্ষা আসার সময় ১৬ জুন, আহমেদাবাদে বর্ষা আসতে পারে ২১ জুন, কলকাতায় বর্ষা ঢুকতে পারে ১১ জুন। ভূজে বর্ষা আসার সময় ৩০ জুন, ভোপালে বর্ষা আসার সময় ২২ জুন, বারাণসীতে বর্ষা আসার সময় ২০ জুন, ইম্ফলে বর্ষা আসতে পারে ৫ জুন, ত্রিপুরায় বর্ষা ঢুকতে পারে ৫ জুন, জয়পুরে বর্ষা আসার সময় ১ জুলাাই, লখনউয়ে বর্ষা আসতে পারে ২৩ জুন, দিল্লিতে বর্ষা ঢুকতে পারে ২৭ জুন, চণ্ডীগড়ে বর্ষা আসার সময় ২৬ জুন।
অন্যদিকে, দেশের মধ্য়ে কেরালায় সবথেকে আগে বর্ষা ঢোকে। কেরালা বর্ষা আসার সময় অপরিবর্তিত থাকছে। তিরুঅনন্তপুরমে বর্ষা ঢুকবে ১ জুন। পানজিতে বর্ষা আসবে ৭ জুন। গ্য়াংটকে বর্ষার আগমন হবে ১০ জুন।
১ সেপ্টেম্বর থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিদায় নিতে শুরু করবে বর্ষা। বর্ষার মরশুম শেষ হবে ৩০ সেপ্টেম্বর, এমনটাই জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।
Be the first to comment