বুধবার সকাল থেকেই কলকাতার আকাশ মেঘলা ৷ তবে কলকাতা ও তার আশেপাশের এলাকায় চলেছে রাতভর বৃষ্টি ৷ বঙ্গে বর্ষা সক্রিয়, আর এই বৃষ্টিপাত চলবে সপ্তাহ জুড়েই, এমনটা জানাল আলিপুর আবহাওয়া দফতর ৷ আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে ইতিমধ্যেই ৷ মুর্শিদাবাদ, নদিয়া সহ দুই ২৪ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা প্রবল। আলিপুর আবহাওয়ার পূর্বাভাস, দক্ষিণবঙ্গ ছাড়াও উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রবল ৷
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা যায়, নিম্নচাপ ও নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে রাজ্যে সপ্তাহজুড়ে বৃষ্টিপাতের জন্য অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে ৷ নিম্নচাপটি এই মুহূর্তে বিহার থেকে উত্তরপ্রদেশের উপর অবস্থান করছে ৷ সেই সঙ্গে রাজস্থান থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে ৷ এই নিম্নচাপ অক্ষরেখা বঙ্গোপসাগরের মধ্য দিয়ে বিস্তৃত থাকার ফলে রাজ্যে বর্ষা সক্রিয় হয়েছে । এর ফলে চলতি সপ্তাহে রাজ্য জুড়ে বৃষ্টি হবে ।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা যায়, নিম্নচাপ ও নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে রাজ্যে সপ্তাহজুড়ে বৃষ্টিপাতের জন্য অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে ৷ নিম্নচাপটি এই মুহূর্তে বিহার থেকে উত্তরপ্রদেশের উপর অবস্থান করছে ৷ সেই সঙ্গে রাজস্থান থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে ৷ এই নিম্নচাপ অক্ষরেখা বঙ্গোপসাগরের মধ্য দিয়ে বিস্তৃত থাকার ফলে রাজ্যে বর্ষা সক্রিয় হয়েছে । এর ফলে চলতি সপ্তাহে রাজ্য জুড়ে বৃষ্টি হবে ।
কলকাতায় গত ২৪ ঘণ্টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বোচ্চ ৯৮ শতাংশ । গত ২৪ ঘণ্টায় কলকাতায় বৃষ্টির পরিমাণ ৫০ দশমিক ৫ মিলিমিটার। আগামী ২৪ ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে ।
Be the first to comment