সকাল থেকেই মুখ ভার আকাশের। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় সকালেই সন্ধ্যার আগমন। রাজ্যের বিভিন্ন অংশে সকাল থেকেই শুরু হয়েছে বৃষ্টিপাত। দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় মঙ্গলবার ভোরবেলা থেকে শুরু হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি। আবহাওয়া সূত্রে খবর, উত্তরবঙ্গে বাড়বে তাপমাত্রা। দক্ষিণবঙ্গের বেশকিছু জেলায় এদিন হালকা থেকে ভারী বৃষ্টি হবে বলে পূর্বাভাস হাওয়া অফিসের। উত্তরবঙ্গে পাঁচ ডিগ্রি তাপমাত্রা বাড়ার সম্ভাবনা। দক্ষিণবঙ্গের ছয় জেলায় এদিন বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
কলকাতায় এদিন মূলত মেঘলা আকাশ থাকবে। কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৫ শতাংশ।
দক্ষিণবঙ্গের ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিন বাড়বে বৃষ্টির পরিমাণ। চলতি সপ্তাহেও এমন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে বলে জানিয়েছে আলিপুর।
Be the first to comment