ফের প্রবল বৃষ্টির কবলে পড়তে চলেছে কলকাতা, আগামী ২ ঘণ্টায় শুরু হতে পারে প্রবল বৃষ্টি!

Spread the love

ফের প্রবল বৃষ্টির কবলে পড়তে চলেছে কলকাতা ৷ আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২ ঘণ্টায় কলকাতায় শুরু হবে প্রবল বৃষ্টিপাত ৷ সঙ্গে রয়েছে প্রবল বাজ পড়ার সম্ভাবনাও ৷

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ ও কাল রাজ্যজুড়ে বৃষ্টি হতে পারে ৷ আজ কলকাতাসহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি ৷ কাল ঝাড়গ্রাম, দুই মেদিনীপুরে ভারী বৃষ্টি ৷ দুই ২৪ পরগনা জেলাতেও ভারী বৃষ্টি ৷ উত্তরবঙ্গে আজ থেকেই ভারী বৃষ্টি ৷

অন্যদিকে, মঙ্গলবার দার্জিলিংসহ উত্তরের ৫ জেলায় বৃষ্টি ৷ উত্তরপ্রদেশে তৈরি হয়েছে নিম্নচাপ ৷ নিম্নচাপ থেকে তৈরি নিম্নচাপ অক্ষরেখা ৷ অক্ষরেখা উত্তরবঙ্গের উপর দিয়ে গিয়েছে ৷ অসম পর্যন্ত গিয়েছে নিম্নচাপ অক্ষরেখা ৷ নিম্নচাপ অক্ষরেখার জেরে উত্তরবঙ্গে বৃষ্টি ৷ ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা ৷ মৌসুমি অক্ষরেখা পঞ্জাব থেকে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়ে পটনা থেকে বর্ধমান-কলকাতার উপর গিয়েছে ৷ এছাড়াও ওড়িশা উপকূলে তৈরি ঘূর্ণাবর্ত ৷ ঘূর্ণাবর্তের জেরেই দক্ষিণবঙ্গে বৃষ্টি ৷ বুধবার থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়ার উন্নতি ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*