রবিবার এবং সোমবার এই দু’দিনে ভাসতে চলেছে কলকাতা। এমনটাই পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। আর হলোও ঠিক তাই। রবিবার বেলা বাড়তেই আলিপুর আবহাওয়া দফতরের কথা মিলিয়ে বৃষ্টি নামল শহর জুড়ে।
প্রবল বৃষ্টির জেরে জল জমেছে শহরের বিভিন্ন অংশে। উত্তর কলকাতার এম জি রোডের একাংশ, ঠনঠনিয়া, মুক্তারামবাবু স্ট্রিট এবং কলেজ স্ট্রিট চত্বরে জল জমেছে। জলমগ্ন হয়েছে সেন্ট্রাল অ্যাভিনিউ। জল জমেছে আকাশবাণীর সামনেও। রবিবারের বৃষ্টিতে জল জমার হাত থেকে রেহাই পায়নি সল্টলেকের সেক্টর ফাইভও। জানা গিয়েছে, ওয়েবেল এবং কলেজ মোড় অঞ্চলে প্রায় হাঁটু সমান জল জমে গিয়েছে। ভিআইপি রোডের বেশ কিছু অংশেও জল জমেছে বলে খবর। তবে ছুটির দিনে রাস্তায় যানবাহনের সেরকম চাপ না থাকায় খুব বেশি সমস্যার সৃষ্টি হয়নি।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমবঙ্গের উপকূলে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। আর এই ঘূর্ণাবর্তের জেরেই এ দিনের বৃষ্টি। সোমবারও দক্ষিণবঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
Be the first to comment