প্রশাসনের উদ্বেগ বাড়িয়ে বাংলায় বেশ কিছু এলাকায় বাড়ল কনটেইনমেন্ট জোনের সংখ্যা। কলকাতায় কনটেনমেন্ট জোন বেড়ে হল ৩৩৪। তবে দক্ষিণ ২৪ পরগনায় এই সংখ্যা এক ধাক্কায় কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। এর আগে দক্ষিণ ২৪ পরগনায় কনটেইনমেন্ট জোনের সংখ্যা ছিল মাত্র ১টি। সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২টি।
গত কয়েকদিন থেকেই বাংলার প্রতিটি জেলার পুলিশ ও প্রশাসনের পাশাপাশি নবান্নের তরফে ‘এগিয়ে বাংলা’ ওয়েবসাইটে কনটেইনমেন্ট জোন সংক্রান্ত সবিস্তার তথ্য প্রকাশ করা হচ্ছে। সরকারি এই ওয়েবসাইট অনুসারে, উত্তর ২৪ পরগনায় এই মুহূর্তে কনটেনমেন্ট জোনের সংখ্যা ৮৫টি। মালদায় তা বেড়ে হল ৩। যদিও হাওড়া ও নদিয়ায় কনটেইনমেন্ট জোনের সংখ্যা অপরিবর্তিত আছে।
এদিকে, বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা বুধবার বেশ কিছুটা বেড়েছে। এদিন আরও ১১২ জনের শরীরে এই মারণে ভাইরাসের উপস্থিতি শনাক্ত করা গিয়েছে। যার ফলে রাজ্যে মোট কোভিড আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১,৪৫৬ জন। বুধবার নবান্নে সাংবাদিক বৈঠকে এমনই জানিয়েছেন স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়।
কলকাতার কনটেইনমেন্ট জোনের পূর্ণাঙ্গ তালিকা এগিয়ে বাংলা ওয়েবসাইট ও কলকাতা পুলিশের ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে।
Be the first to comment