
রোজদিন ডেস্ক, কলকাতা:- দক্ষিণ কাশ্মীরের পহলেগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলায় প্রাণ গেল বাঙালি পর্যটকের। এ পর্যন্ত যাঁদের দেহ শনাক্ত করা গিয়েছে তাঁদের মধ্যে রয়েছেন কলকাতার বাসিন্দা বিতান অধিকারী। বাড়ি পাটুলির বৈষ্ণবনগরে। মৃতের স্ত্রীকে ফোন করে পাশে থাকার আশ্বাস বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই বিতান অধিকারীর বাড়ি গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেছেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। এদিকে, এদিনের জঙ্গি হামলায় পহেলগাঁওয়ে আর কোনও বাঙালি পর্যটক ছিলেন কিনা, সে বিষয়ে খোঁজখবর নিতে শুরু করেছে নবান্ন।
জানা গিয়েছে, এদিন দুপুর তিনটে নাগাদ পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় জঙ্গিরা হামলা চালায়। এদিনের জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন কলকাতার এক বাঙালী পর্যটক বিতান অধিকারী। বিতানের বাড়ি টালিগঞ্জ বিধানসভার ১০০ নম্বর ওয়ার্ডে। পেশা সূত্রে সপরিবারে তিনি থাকতেন আমেরিকার ফ্লোরিডায়। স্ত্রী ও শিশু পুত্রকে নিয়ে কলকাতায় এসেছিলেন। তারপর সেখান থেকেই সপরিবারে গত ১৬ এপ্রিল বেড়াতে যান কাশ্মীর। এদিন স্ত্রী ও শিশু পুত্রের সামনেই বিতান অধিকারীকে গুলি করে হত্যা করেন জঙ্গিরা। এই খবর পেয়ে জঙ্গি হানায় নিহত বিতানের বৈষ্ণবঘাটার বাড়িতে যান মন্ত্রী অরূপ বিশ্বাস। তাঁর ফোন থেকেই কাশ্মীরে স্বামীর মরদেহের পাশে থাকা স্ত্রীর সঙ্গে কথা বলেন রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এই চরম বিপদের দিনে সবরকম ভাবে পাশে থাকার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। যা যা করণীয়, রাজ্য সরকার করছে বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায়। বিতানবাবু ছাড়া আর কোনও বাঙালী পর্যটকের মৃত্যুর খবর আসেনি। তবে পুরো পরিস্থিতির ওপর নজর রাখছে নবান্ন।
উল্লেখ্য, এদিন জঙ্গিদের গুলিতে মৃত্যু হয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা দফতরের কর্মী মনিষ রঞ্জন। তাঁকেও জঙ্গিরা স্ত্রী পুত্রের সামনেই গুলি করে হত্যা করে। পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় মৃত্যু হয়েছে ভারতীয় নৌসেনার এক অফিসারের। জানা গিয়েছে, কর্মসূত্রে কেরলের কোচিতে থাকতেন নৌসেনার অফিসার লেফটেন্যান্ট বিনয় নরওয়াল (২৬)। ছুটিতে কাশ্মীরে গিয়েছিলেন। আদতে হরিয়ানার ছেলে লেফটেন্যান্ট নরওয়ালের বিয়ে হয়েছিল গত ১৬ এপ্রিলই। বিয়ের মাত্র ৬ দিনের মাথায় জঙ্গিদের গুলিতে প্রাণ হারাতে হল তাঁকে। এছাড়াও, জানা যাচ্ছে নিহতদের মধ্যে দুজন বিদেশি পর্যটকও আছেন, একজন ইজরায়েলের এবং অপরজন ইতালির বাসিন্দা।
Be the first to comment