বাংলায় খতম পঞ্জাবের ত্রাস

Spread the love

এনকাউন্টারে মৃত দুষ্কৃতী জয়পাল ভুল্লার আদতে পঞ্জাবের মোস্ট ওয়ান্টেড গ্যাংস্টার। তিন সঙ্গীকে নিয়ে লুধিয়ানার জাগরাঁও জেলার অপরাধ তদন্তকারী সংস্থার দুই ASI-কে হত্যা করে জয়পাল ওরফে জসপ্রিৎ। এরপরই থেকেই ফেরার ছিল সে। গা ঢাকা দেয় কলকাতা শহরে। দাগী এই আসামী শহরের বুকে ঠিক কী ছক কষছিল তা জানতে মরিয়া কলকাতা পুলিশের গোয়েন্দারা।

বুধবার বিকেলে নিউটাউনের বুকে এনকাউন্টারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াইয়ে কেঁপে ওঠে শাপুরজি-পালোনজি আবাসন এলাকা। ৩০-৩৫ রাউন্ড গুলি চলে বলে খবর STF সূত্রে। মৃত্যু হয় পঞ্জাবের কুখ্যাত গ্যাংস্টার জয়পাল ভুল্লার ওরফে জসপ্রিতের। সঙ্গে নিকেশ হয় তাঁর আরও এক সঙ্গী জসপ্রিৎ সিং ওরফে জসসি খারার। এই গ্যাং-এর বিরুদ্ধে তদন্তে নেমে বিস্ফোরক তথ্য হাতে এসেছে পুলিশের।

জানা গিয়েছে, পঞ্জাবের এই মোস্ট ওয়ান্টেড ক্রিমিনালের বিরুদ্ধে লুধিয়ানার দুই পুলিশ কর্মীকে হত্যার অভিযোগ রয়েছে। লুধিয়ানা গ্রামীণ পুলিশের SSP চন্দ্রজিৎ সিং বলেন, ‘গত ১৬ মে লুধিয়ানার জাগরাও জেলার অপরাধ তদন্তকারী সংস্থার দুই ASI ভগবান সিং এবং দলবিন্দার সিংকে হত্যা করে জলপাল ভুল্লার ও তার দুই সঙ্গী। এরপরই গা ঢাকা দেয় তারা। জয়পালের বিরুদ্ধে কমপক্ষে ১৫টি খুনের মামলা রয়েছে। এছাড়াও একাধিক লুঠপাট-ডাকাতি, খুনের চেষ্টার অপরাধে জড়িত এই কুখ্যাত দুষ্কৃতী।’ অনুমান করা হচ্ছে ওই দিনের পর থেকেই পালিয়ে কলকাতায় চলে আসে দুষ্কৃতীদের এই দল। এরপর সাপুরজি এলাকায় তারা ঘাঁটি গাড়ে।

সাপুরজি আবাসনের পাঁচতলা থেকে পুলিশকে লক্ষ্য করে লাগাতার গুলি বর্ষণ করতে থাকে দুষ্কৃতীরা। ৯ এমএম পিস্তল থেকে এই গুলি চলেছে বলে খবর। যা কার্যত স্পষ্ট করে দেয়, এই দুষ্কৃতীদের কাছে প্রচুর সংখ্যক কার্তুজ মজুত রয়েছে। ব্যাকগ্রাউন্ড খতিয়ে দেখতে গিয়ে চোখ কপালে ওঠে তদন্তকারীদের। হাতে এসে জয়পাল ও জসপ্রিতের অপরাধের এক লম্বা তালিকা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*