‘কলকাতা শ্রী’ শারদ সম্মান থেকে বাদ পড়লো মেয়র ও মেয়র পারিষদের দুর্গাপুজো। এবার থেকে এই শারদ সম্মানে অংশ নিতে পারবে না মেয়র ও মেয়র পারিষদের দুর্গাপুজো। যে সমস্ত দুর্গাপুজো কমিটির সঙ্গে মেয়র পারিষদ যুক্ত রয়েছেন সেই সব কমিটি অংশগ্রহণ করবে না ‘কলকাতা শ্রী’ শারদ সম্মানে। বুধবার মেয়র ফিরহাদ হাকিম নিজে একথা জানান। উল্লেখ্য, ২০১২ সাল থেকে কলকাতা পৌরনিগম এই বিশেষ সম্মান দেওয়ার রীতি শুরু করে। বুধবার সৌরভ গঙ্গোপাধ্যায় ঢাকে কাঠি দিয়ে এই শারদ সম্মানের সূচনা করেন। কলকাতা পৌরনিগমের সদর দফতর থেকে পাওয়া যাবে ‘কলকাতা শ্রী’ শারদ সম্মানের প্রতিযোগিতার প্রবেশপত্র।
অনুষ্ঠান মঞ্চ থেকেই মেয়র ফিরহাদ হাকিম বলেন, আমরা এই শারদ সম্মানে অংশ নিলে যারা বিচার করবেন তাঁরা হয়তো মেয়রের পুজো বলে আমাদের পুজোকে শারদ সম্মান দিতে পারে । কিন্তু এটা তো ঠিক নয়। তাছাড়া, বিষয়টি পরস্পর বিরোধী হয়ে দাঁড়ায়। আমরাই পুরস্কার দিচ্ছি। আবার আমরাই দাবিদার। মেয়রের এই প্রস্তাবে সম্মতি জানিয়েছেন মেয়র পারিষদ দেবাশিস কুমার। এর অর্থ চেতলা অগ্রণী বা ত্রিধারার মতো প্রথম সারির পুজোগুলো প্রতিযোগিতায় থাকছে না। আবার অতীন ঘোষ, রতন দেব, দেবব্রত মজুমদার বা তারক সিং-রা মেয়র পারিষদ হওয়ায় তাঁদের পুজোও ‘কলকাতা শ্রী’ প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না।
Be the first to comment