শীতের ঝোড়ো ইনিংস থামিয়ে আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়। জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণ বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে গভীর নিম্নচাপ। তার জেরেই আগামী ৪৮ ঘণ্টায় কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে ঘূর্ণিঝড়ের আশঙ্কা।
পাশাপাশি, এর প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। এর জেরে বাড়বে তাপমাত্রা। সর্বোচ্চ তাপমাত্রা ২৩ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভাবনা। ১৭ তারিখের পর থেকে ফের বঙ্গে প্রবেশ করবে উত্তরের ঠান্ডা হাওয়া। তখন তাপমাত্রার পারদ নামবে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস।
Be the first to comment