আর কোনও দুশ্চিন্তা নেই, পুজোর আগেই শুরু হতে চলেছে কলকাতা-তারাপীঠ হেলিকপ্টার পরিষেবা

Spread the love
অনেকদিন ধরে ভাবছেন তারাপীঠে পুজো দিতে যাবেন? কিন্তু হাতে সময় নেই? ট্রেনে বা বাসের ঝক্কিও অনেক। চিন্তার কোনও কারন নেই, পুজোর আগেই হচ্ছে মুশকিল আসান। কলকাতা-তারাপীঠ হেলিকপ্টার পরিষেবা এখন শুধু সময়ের অপেক্ষা মাত্র। ১২ আসনের হেলিকপ্টার চলবে বলে খবর। মাত্র ৪৫ মিনিটেই পৌঁছনো যাবে তারাপীঠে। তবে ভাড়া এখনও নির্ধারিত হয়নি। জানা গিয়েছে, স্থায়ী হেলিপ্যাড তৈরির কাজ ইতিমধ্যেই শুরু করে দিয়েছে পূর্ত দফতর। তারাপীঠ-রামপুরহাট উন্নয়ন পর্ষদকে হেলিপ্যাডের দায়িত্ব দেওয়া হয়েছে। পরিষেবা চালানোর দায়িত্বে রয়েছে পরিবহণ দফতর।  পুজোর আগেই পরিষেবা চালুর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি কলকাতা থেকে রামপুরহাট হেলিকপ্টারে পৌঁছনোর পর তারাপীঠ যেতে গাড়ির ব্যবস্থা করারও ভাবনা আছে।
উল্লেখ্য, তারাপীঠে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে সারা বছরই ভিড় জমান ভক্তরা। কলকাতা থেকে ট্রেনে বা বাসে তারাপীঠ যেতে সময় লাগে অনেকটাই। সেই ঝক্কি কাটাতে এবার হেলিকপ্টার পরিষেবা চালু করছে রাজ্য। প্রাথমিকভাবে তারাপীঠ লাগোয়া একটি মাঠে হেলিপ্যাড তৈরির পরিকল্পনা নেওয়া হলেও তাতে একটি খেলার মাঠ নষ্ট হয়ে যাচ্ছিল। তাই রামপুরহাট-দুমকা রোডের পাশে কিষাণ মাণ্ডিতে শুরু হয়েছে কাজ। মাসখানেক আগে পরীক্ষামূলকভাবে হেলিকপ্টার চালানো হয়। 
ভক্তদের বিশ্রাম বা রাত্রিবাসের সুবিধা দিতে হেলিপ্যাডের পাশেই সার্কিট হাউসও করা হচ্ছে। মুখ্যমন্ত্রী হওয়ার পর তারাপীঠকে ঢেলে সাজিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারাপীঠ-ধর্মতলা সরকারি বাস চালু করেছে পরিবহণ দফতর। জাতীয় সড়ক থেকে তারাপীঠে ঢোকার রাস্তা সম্প্রসারণ হয়েছে। তারাপীঠের প্রবেশপথে তৈরি হয়েছে সুদৃশ্য তোরণ। এছাড়াও তারাপীঠে পৃথক অতিথি নিবাস, রাস্তায় আলোকসজ্জা ইত্যাদি একাধিক প্রকল্প হাতে নিয়েছে তারাপীঠ-রামপুরহাট উন্নয়ন পর্ষদ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*