
রোজদিন ডেক্স: আইপিএলের খেলার জন্য কলকাতার বেশ কিছু রাস্তায় অস্থায়ী ভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে লালবাজার ট্রাফিক কন্ট্রোল। ইডেন গার্ডেন্স সংলগ্ন যত রাস্তা আছে, নির্দিষ্ট দিনে খেলা শুরু হওয়ার আগে সেই সব রাস্তায় মালবাহী যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে বলে কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগ সূত্রে জানা গিয়েছে।
সূত্রের খবর, “সন্ধ্যায় খেলা থাকলে ওই রাস্তাগুলিতে বিকেল ৪টে থেকে রাত ১টা পর্যন্ত মালবাহী যান চলাচল নিয়ন্ত্রিত হবে। বিকেলে খেলা থাকলে যান চলাচল নিয়ন্ত্রিত হবে বেলা ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত। যান নিয়ন্ত্রণের সময় প্রয়োজনে আরও বৃদ্ধি করা হতে পারে।”
লালবাজার সূত্রের খবর, যে সমস্ত গাড়ি হাওড়া থেকে স্ট্র্যান্ড রোড কিংবা সেন্ট জর্জেস গেট রোড ধরে পোস্তা মার্কেটের দিকে যায়, শুধু সেগুলিকে যেতে দেওয়া হবে। তবে ইডেনের কাছাকাছি রাস্তায় এই ধরনের কোনও গাড়ি দাঁড়াতে দেওয়া হবে না। ইডেনের কাছাকাছি রাস্তায় গাড়ি দাঁড় করালে জরিমানা করা হবে। দিনের বেশ খানিকটা সময় ধরে অনেক রাস্তায় পার্কিং সম্পূর্ণ বন্ধ রাখা হবে।
ইতিমধ্যেই লালবাজারের তরফে জানানো হয়েছে যে, মালবাহী গাড়ির গতিবিধি নিয়ন্ত্রিত থাকবে ভিক্টোরিয়া মেমোরিয়ালের পাশের রাস্তায়। এর মধ্যে রয়েছে ডিএল খান রোড এবং ক্যাথিড্রাল রোডের মাঝের এজেসি বোস রোডের অংশ, হসপিটাল রোড, কুইনসওয়ে, ক্যাথিড্রাল রোড, ক্যাসুয়ারিনা অ্যাভিনিউ এবং লাভার্স লেন।
ইডেনে যদি সন্ধ্যায় খেলা থাকে তবে, বিকেল ৪টে থেকে রাত ১টা পর্যন্ত সম্পূর্ণ বন্ধ থাকবে ক্ষুদিরাম বোস রোড, নর্থ ব্রুক অ্যাভিনিউ, গোষ্ঠ পাল সরণির মতো গুরুত্বপূর্ণ রাস্তা। আর বিকেলে খেলা থাকলে রাস্তাগুলি বন্ধ থাকবে বেলা ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত। এমনটাই লালবাজার থেকে জানানো হয়েছে।
উল্লেখ্য, ইডেনে মোট নটি খেলা আছে কেকেআরের। সেগুলি পড়েছে যথাক্রমে ২২ মার্চ, ৩ এপ্রিল, ৬ এপ্রিল, ২১ এপ্রিল, ২৬ এপ্রিল, ৪ মে, ৭ মে, ২৩ মে এবং ২৫ মে। তবে কলকাতায় খেলা চলার জেরে শহরের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তা অস্থায়ী ভাবে বন্ধ হওয়াতে সমস্যায় পড়তে চলেছে সাধারণ মানুষ।
Be the first to comment